ভিডিও বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২৬ নভেম্বর, ২০২৫, ০৪:০৩ দুপুর

বলসোনারোকে ২৭ বছরের কারাদণ্ড শুরুর নির্দেশ

বলসোনারোকে ২৭ বছরের কারাদণ্ড শুরুর নির্দেশ, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : নির্বাচনে হেরে সামরিক অভ্যুত্থান ঘটানোর চেষ্টার অভিযোগে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেয়ার বলসোনারোকে গত সেপ্টেম্বরে ২৭ বছরের কারাদণ্ড দেয় আদালত। এই কারাদণ্ড শুরুর জন্য মঙ্গলবার (২৫ নভেম্বর)  নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। রাজধানী ব্রাসিলিয়ার একটি পুলিশ ঘাঁটিতে ১২ স্কয়ার ফুটের বেডরুমে তিনি তার দণ্ড ভোগ করবেন।

৭০ বছর বয়সী বলসোনারো ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত লাতিন আমেরিকার সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। ওই বছর নির্বাচনে হেরে তিনি সামরিক বাহিনীর মাধ্যমে নির্বাচিত প্রেসিডেন্ট লুলা দা সিলভার ক্ষমতা গ্রহণ আটকানোর চেষ্টা করেছিলেন। এছাড়া লুলা ও তার নির্বাচনী মিত্র গেরালডো আল্কমিনকে হত্যার ছকও কষেছিলেন তিনি। কিন্তু সামরিক বাহিনীর প্রধানরা তাকে অবৈধভাবে ক্ষমতা কুক্ষিগত করায় সহায়তায় অস্বীকৃতি জানান। পরবর্তীতে লুলা দা সিলভা ক্ষমতা গ্রহণের পর বলসোনানো ও তার ছয় সহযোগীকে অভিযুক্ত করা হয়। 

আদালত তার রায়ে বলেন, ব্রাজিলের গণতন্ত্রকে অন্ধকারে ঠেলে দেওয়া এবং দেশকে একনায়কতন্ত্রের দিকে নেওয়ার চেষ্টা করেছিলেন তারা। মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারক আলেক্সান্দ্রে দে মোরায়েস রায় দেন, দণ্ডের বিরুদ্ধে আপিলের সময় শেষ হওয়ায় সাবেক প্রেসিডেন্টকে তার দণ্ড ভোগ শুরু করতে হবে।

গত আগস্ট থেকেই গৃহবন্দি ছিলেন বলসোনারো। ওই সময় তার পায়ে একটি ইলেকট্রনিক অ্যাংকেল ট্যাগ লাগানো ছিল। কিন্তু এটি কেটে ফেলার চেষ্টা করেন বলসোনারো। এরপর শনিবার তাকে নিজেদের অধীনে নিয়ে যায় পুলিশ। বলসোনারো ছাড়াও তার ছয় সহযোগীকে তাদের দণ্ড ভোগ শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র : দ্য গার্ডিয়ান

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বলসোনারোকে ২৭ বছরের কারাদণ্ড শুরুর নির্দেশ

ফিফার ছাড় : বিশ্বকাপে খেলতে বাধা নেই রোনালদোর

বিধ্বস্ত গাজায় শীতের সঙ্গে বৃষ্টিতে বিপর্যস্ত ফিলিস্তিনিরা

ভারতকে হোয়াইটওয়াশ করে লজ্জায় ডুবাল দক্ষিণ আফ্রিকা

৪৯তম বিসিএসের তিন প্রার্থীর মনোনয়ন স্থগিত

পাকিস্তানে সেনা অভিযানে ২২ সন্ত্রাসী নিহত