ভিডিও বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২৬ নভেম্বর, ২০২৫, ০২:৩৪ রাত

১৭ বছর পর পরিবার খুঁজে পেল হারিয়ে যাওয়া সন্তানকে

সংগৃহীত: ছবি, ১৭ বছর পর পরিবার খুঁজে পেল হারিয়ে যাওয়া সন্তানকে

আন্তর্জাতিক ডেস্কপাকিস্তানে ১৭ বছরের উদ্‌গ্রীব অপেক্ষার পর অবশেষে পরিবারে ফিরলেন কিরণ। ১০ বছর বয়সে ইসলামাবাদের বাসা থেকে আইসক্রিম কিনতে বের হয়ে পথ হারিয়ে যাওয়ার পর ২৭ বছর বয়সে করাচিতে মা–বাবার সঙ্গে তাঁর আবেগঘন পুনর্মিলন ঘটে।

পাঞ্জাব সেফ সিটি কর্তৃপক্ষের সহায়তায় কিরণের পরিচয় শনাক্ত করা হয়। ইধি ফাউন্ডেশন পরিচালিত করাচির ইধি সেন্টার থেকেই তাঁকে খুঁজে পাওয়া যায়। সেফ সিটি সিস্টেমের তথ্য ও কিরণের দেওয়া বিবরণ মিলিয়ে নেওয়ার পরই তাঁকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

কিরণ জানান, পথ হারানোর পর এক অচেনা ব্যক্তি তাঁকে ইসলামাবাদের ইধি সেন্টারে পৌঁছে দেন। পরে প্রয়াত বিলকিস ইধি তাঁকে করাচিতে নিয়ে আসেন। তখন থেকে তিনি ইধির তত্ত্বাবধানে থেকে ধর্মীয় ও সাধারণ শিক্ষা লাভ করেন। ইধি সেন্টারে কাটানো সময়কে তিনি ‘খুবই আনন্দের’ বলে উল্লেখ করলেও মা–বাবার সঙ্গে দেখা হওয়াকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন বলেন।

ইধি সেন্টারের কর্মকর্তা শাবানা ফয়সাল জানান, কিরণের পরিবারকে খুঁজে বের করতে তাঁকে কয়েকবার ইসলামাবাদেও পাঠানো হয়েছিল, কিন্তু এত দিন কোনো ফল পাওয়া যায়নি। তিনি জানান, সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশজুড়ে ১২ জন হারানো শিশুকে পরিবারে ফিরিয়ে দেওয়া হয়েছে, যার মধ্যে করাচির পাঁচ মেয়ে রয়েছে।

কিরণের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাঁর বাবা করাচিতে এসে কন্যাকে বুকে জড়িয়ে নেন এবং প্রায় দুই দশক ধরে আশ্রয়, শিক্ষা ও যত্ন দেওয়ার জন্য ইধি ফাউন্ডেশনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। পুনর্মিলনের খবর ছড়িয়ে পড়লে সামাজিক মাধ্যমে আবেগঘন প্রতিক্রিয়া দেখা যায় এবং ইধির প্রচেষ্টার ব্যাপক প্রশংসা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ বছর পর পরিবার খুঁজে পেল হারিয়ে যাওয়া সন্তানকে

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা কবে-কোথায়?

কড়াইল বস্তিতে আগুনে পুড়ল ১৫০০ ঘর-বাড়ি

কড়াইল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করবে সরকার : প্রধান উপদেষ্টা

চট্টগ্রামের কালুরঘাটে গুদামে আগুন

কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে যে বার্তা দিলেন তারেক রহমান