টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা কবে-কোথায়?
স্পোর্টস ডেস্ক : ২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। ২০ দলের টুর্নামেন্ট মাঠে গড়াতে এখনো আড়াই মাস বাকি। ৭ ফেব্রুয়ারি থেকে পর্দা উঠবে যাচ্ছে বিশ্বকাপের। মঙ্গলবার (২৫ নভেম্বর) আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ও সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। চারটি গ্রুপে ভাগ হয়ে এবারের বিশ্বকাপে অংশ নেবে ২০টি দল।
উদ্বোধনী দিনে কলকাতার ইডেন গার্ডেনসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। বাংলাদেশ সময় দুপুর তিনটায় ম্যাচটি অনুষ্ঠিত। বাংলাদেশের পরের দুই ম্যাচেও কলকাতায়। ৯ ফেব্রুয়ারি সকাল ১১টা সময় প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসা ইতালির বিপক্ষে খেলবে বাংলাদেশ।
টাইগারদের তৃতীয় ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে। ১৪ ফেব্রুয়ারি কলকাতায় দুপুর তিনটায় ম্যাচটি খেলবেন লিটনরা। বাংলাদেশের শেষ ম্যাচ ১৭ ফেব্রুয়ারি, নেপালের বিপক্ষে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টায় ম্যাচটি শুরু হবে। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি হবে মুম্বাইয়ে। প্রতিটি গ্রুপ পর্ব থেকে দুইটি করে দল সুপার এইটে জায়গা করে নেবে। গত বিশ্বকাপে সুপার এইটে খেলেছিল বাংলাদেশ।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে-কোথায়:
| তারিখ | প্রতিপক্ষ | ভেন্যু |
| ৭ ফেব্রুয়ারি- ২০২৬ | ওয়েস্ট ইন্ডিজ | ইডেন গার্ডেনস, কলকাতা |
| ৯ ফেব্রুয়ারি- ২০২৬ | ইতালি | ইডেন গার্ডেনস, কলকাতা |
| ১৪ ফেব্রুয়ারি- ২০২৬ | ইংল্যান্ড | ইডেন গার্ডেনস, কলকাতা |
| ১৭ ফেব্রুয়ারি- ২০২৬ | নেপাল | ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাই |
মন্তব্য করুন


_medium_1764077728.jpg)
_medium_1764073474.jpg)

_medium_1764069372.jpg)



