শান্তি পরিকল্পনা সংশোধনকে স্বাগত জেলেনস্কির
আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত বিতর্কিত ২৮ দফা শান্তি পরিকল্পনার সংশোধিত সংস্করণকে স্বাগত জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) রাতে জেলেনস্কি বলেন, সংশোধিত পরিকল্পনাটি বাস্তবেই সঠিক দিকনির্দেশনা। পরিকল্পনার কয়েকটি অংশ রাশিয়ার উদ্দেশ্য সমর্থন করে-এমন মনে হওয়ায়, ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা সেগুলো বাতিল করে পরিকল্পনার একটি সংশোধিত সংস্করণ তৈরি করেছে। এরপরই এমন মন্তব্য করলেন জেলেনস্কি। জেলেনস্কি আরও বলেন, সংবেদনশীল ইস্যুগুলো, সবচেয়ে সূক্ষ্ম বিষয়গুলো, আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনা করবো। টেলিগ্রামে জেলেনস্কি লিখেছেন, এখন যুদ্ধ শেষ করতে প্রয়োজনীয় পদক্ষেপগুলোর তালিকা বাস্তবসম্মত হয়ে উঠতে পারে-এই কাঠামোতে বহু সঠিক উপাদান অন্তর্ভুক্ত করা হয়েছে।
তার এই বার্তার কিছুক্ষণ পর, মঙ্গলবার ভোরে কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো জানান, রাশিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় রাজধানীর একটি অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিদ্যুৎ ও পানির সরবরাহ ব্যাহত হয়েছে। ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয়ও নিশ্চিত করেছে, দেশের জ্বালানি অবকাঠামোয় ‘বড় ও সমন্বিত শত্রু হামলা’ চালানো হয়েছে। এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, নিরাপত্তা পরিস্থিতি অনুকূল হলে জ্বালানি কর্মকর্তারা ক্ষয়ক্ষতির মূল্যায়ন ও মেরামতকাজ শুরু করবেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








