ভিডিও মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২৫ নভেম্বর, ২০২৫, ০১:৪৯ দুপুর

গাজায় অন্তত এক লাখ মানুষকে হত্যা করেছে ইসরায়েল

গাজায় অন্তত এক লাখ মানুষকে হত্যা করেছে ইসরায়েল, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় গত দুই বছরের বেশি সময় ধরে আগ্রাসন চালাচ্ছে ইসরাইল। যুদ্ধের দুই বছরে প্রকৃত মৃত্যুর সংখ্যা ধারণার তুলনায় অনেক বেশি হতে পারে বলে জানিয়েছে জার্মান সাপ্তাহিক পত্রিকা ‘জাইট’। গতকাল সোমবার পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানির খ্যাতনামা ম্যাক্স প্ল্যাঙ্ক ডেমোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের গবেষকদের হিসাব অনুযায়ী, গাজায় অন্তত এক লাখ মানুষ নিহত হয়েছেন বা মারা গেছেন। 

এই গবেষণা প্রতিষ্ঠান জানায়, যুদ্ধের প্রথম দুই বছরে ৯৯ হাজার ৯৯৭ থেকে ১ লাখ ২৫ হাজার ৯১৫ জন পর্যন্ত মানুষ নিহত হয়ে থাকতে পারেন। গবেষণা প্রকল্পের ইরেনা চেন বলেন, ‘আমরা কখনোই নিহতের প্রকৃত সংখ্যাটা জানতে পারব না। আমরা শুধু সবচেয়ে বাস্তবসম্মত পরিসরটি নির্ণয়ের চেষ্টা করছি।’

ম্যাক্স প্ল্যাঙ্কের গবেষকরা বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে পরিসংখ্যানগত প্রক্ষেপণ করেছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের পাশাপাশি তারা স্বতন্ত্র জরিপ, সামাজিক যোগাযোগ মাধ্যমভিত্তিক তথ্য ব্যবহার করেছেন। এ পর্যন্ত মৃত্যুর সরকারি হিসাব শুধু গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ই দিয়েছে-যেখানে যুদ্ধের প্রথম দুই বছরে মৃত্যুর সংখ্যা দেখানো হয় ৬৭ হাজার ১৭৩। তবে ‘জাইট’ বলছে, এ সংখ্যায় কারচুপির প্রমাণ নেই।

স্বাস্থ্য মন্ত্রণালয় হাসপাতালের মৃত্যু সনদনির্ভর নিশ্চিত মৃত্যুকেই গণনা করে থাকে। যুদ্ধের কারণে বহু হাসপাতাল স্বাভাবিকভাবে কাজ করতে না পারায়, এখন তারা স্বজনদের দেওয়া মৃত্যুসংক্রান্ত তথ্য যাচাই করে যুক্ত করছে। ধসে যাওয়া ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়ে মারা যাওয়া অনেক মানুষকেই এ কারণে তালিকাভুক্ত করা যায়নি। গবেষক দলটি এসব সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে লিঙ্গ ও বয়সভিত্তিক বিস্তারিত মৃত্যুহারও হিসাব করেছে। তাদের হিসাবে দেখা যায়, নিহতদের প্রায় ২৭ শতাংশই ১৫ বছরের কম বয়সী শিশু এবং প্রায় ২৪ শতাংশ নারী।

গবেষকরা গাজার লোকজনের আয়ুর ওপর যুদ্ধের প্রভাবও হিসাব করেছেন। যুদ্ধের আগে নারীদের গড় আয়ু ছিল ৭৭ বছর এবং পুরুষদের ৭৪। তাদের হিসাব বলছে, ২০২৪ সালে এই গড় আয়ু নারীদের ক্ষেত্রে ৪৬ বছর ও পুরুষদের ক্ষেত্রে ৩৬ বছরে নেমে আসতে পারে। গবেষণা বলছে, গাজার সাধারণ মানুষের জীবনে যুদ্ধ কতটা ভয়াবহ প্রভাব ফেলেছে, তা স্পষ্টভাবে তুলে ধরেছে এই সংখ্যা ও পূর্বাভাস।

খবর : আনাদোলু।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় অন্তত এক লাখ মানুষকে হত্যা করেছে ইসরায়েল

রাজধানীতে ছেলেকে কুপিয়ে হত্যা, হাসপাতালে বাবা

উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ পাস

হারিয়ে যাচ্ছে বিল-ঝিলের শাপলা-শালুক!

মেজাজ হারিয়ে সতীর্থকে চড় মেরে লাল কার্ড!

আজ থেকে ঘরে বসেই করা যাবে মেট্রোরেলের কার্ড রিচার্জ