ভিডিও মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২৫ নভেম্বর, ২০২৫, ০২:০৩ দুপুর

রাজউক’র প্লট বরাদ্দে দুর্নীতি : ১ ডিসেম্বর শেখ রেহানার মামলার রায় 

রাজউক’র প্লট বরাদ্দে দুর্নীতি : ১ ডিসেম্বর শেখ রেহানার মামলার রায়, ছবি: সংগৃহীত।

রাজধানীর পূর্বাচলের নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদক’র করা মামলায় শেখ রেহানাসহ ১৭ জনের বিরুদ্ধে রায়ের দিন আগামী ১ ডিসেম্বর ধার্য করেছেন আদালত। 

মামলাটির যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে বিচারক রবিউল আলম এ তারিখ ঘোষণা করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মঈনুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলাটিতে প্রধান আসামি শেখ রেহানা। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহনার মেয়ে টিউলিপ সিদ্দিকসহ মোট ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। মামলার শুনানিতে আজ যুক্তিতর্ক উপস্থাপন হয়। মামলাটি দায়ের করেন দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন।

আদালত সূত্রে জানা যায়, মামলাটির তদন্ত শেষে, গত ১০ মার্চ মোট ১৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা দুদক’র সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। গত ৩১ জুলাই ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম তিন মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজউক’র প্লট বরাদ্দে দুর্নীতি : ১ ডিসেম্বর শেখ রেহানার মামলার রায় 

বগুড়ার আলোচিত এড. শাহীন হত্যা মামলার ৫ আসামি কারাগারে

গাজায় অন্তত এক লাখ মানুষকে হত্যা করেছে ইসরায়েল

রাজধানীতে ছেলেকে কুপিয়ে হত্যা, হাসপাতালে বাবা

উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ পাস

হারিয়ে যাচ্ছে বিল-ঝিলের শাপলা-শালুক!