ভিডিও মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২৫ নভেম্বর, ২০২৫, ০৩:৪৫ দুপুর

মেসির ১৩শ’র অবিশ্বাস্য অর্জন

মেসির ১৩শ’র অবিশ্বাস্য অর্জন, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ফুটবল ইতিহাসে আরেকটি অনন্য রেকর্ড নিজের করে নিলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন জাদুকর হয়ে উঠলেন ইতিহাসের প্রথম ফুটবলার, যার গোল-অবদান পৌঁছেছে ১৩০০ তে। ক্লাব ও আন্তর্জাতিক মিলিয়ে এখন তার মোট গোল ৮৯৬, আর অ্যাসিস্ট ৪০৪। এক অবিশ্বাস্য অর্জন, যার ধারে-কাছেও কেউ নেই।

এই মাইলফলক স্পর্শ করে মেসি ইন্টার মায়ামিকে প্রথমবারের মতো নিয়ে গেলেন এমএলএস কাপ ফাইনালে। ইস্টার্ন কনফারেন্স সেমিফাইনালে তারা দারুণ ফুটবল উপহার দিয়ে ৪-০ গোলে উড়িয়ে দেয় এফসি সিনসিনাটিকে। বিশ্বকাপজয়ী মেসি ম্যাচে নিজে এক গোল করার পাশাপাশি ভূমিকায় ছিলেন বাকি তিন গোলের পেছনে। তার নিখুঁত পাসিংয়ে বারবার ভেঙে পড়ে সিনসিনাটির রক্ষণ। তার দারুণ নির্মাণশৈলীর সুবাদে তাদেও আলেন্দে জোড়া গোল করেন, আর পুরো ম্যাচেই মায়ামি ছিল একচ্ছত্র আধিপত্যে।

মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বে ঢুকতেই দলের প্রতি মেসির প্রভাব আরও বেড়েছে- পরিসংখ্যানেও, খেলায়ও। আর ১৩০০ গোল-অবদান স্পর্শ করেও থামার কোনো লক্ষণ নেই এই আর্জেন্টাইন কিংবদন্তির। সামনে আরও শিরোপা, আরও রেকর্ড যেন তাকেই ডাকছে।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির ১৩শ’র অবিশ্বাস্য অর্জন

তৃতীয়বারের মতো ভারত সফর বাতিল করল নেতানিয়াহু

টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারত-পাকিস্তান মহারণ!

মাদুরোর সঙ্গে সরাসরি কথা বলতে চান ট্রাম্প

১০ জনের এভারটনের কাছে হারল ইউনাইটেড

নতুন জোটের ঘোষণা এনসিপি’র