বাংলাদেশের মানুষের জন্য দোয়া চাইলেন সাকিব
স্পোর্টস ডেস্ক : দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আছেন সাকিব আল হাসান। তবে বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিতই দেখা মেলে তার। লম্বা সময় ধরে দেশের বাইরে থাকলেও দেশের খবর ঠিকই রাখেন তিনি। তাইতো সামাজিক যোগাযোগমাধ্যমে দেশ ও দেশের মানুষের জন্য দোয়া চেয়েছেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার।
সোমবার (২৪ নভেম্বর) নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন সাকিব। ক্যাপশনে লেখেন, “আল্লাহ যেন বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে নিরাপদে রাখেন।”
বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন সাকিব। আবুধাবি টি-টেন লিগে রয়্যাল চ্যাম্পসের হয়ে খেলছেন তিনি। আসরের শুরু থেকেই স্কোয়াডে থাকলেও নিজেদের প্রথম তিন ম্যাচে একাদশে জায়গা পাননি।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1763998650.jpg)





_medium_1764011582.jpg)
