প্রকাশ : ২৪ নভেম্বর, ২০২৫, ০৯:৩৮ রাত
আবাহনীকে হারিয়ে প্রথম জয় মোহামেডানের
আবাহনীকে হারিয়ে প্রথম জয় মোহামেডানের
স্পোর্টস ডেস্ক: আবাহনী-মোহামেডান ম্যাচ মানেই বাড়তি রোমাঞ্চ। ফুটবল মৌসুমের প্রথম মুখোমুখিতে চির প্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারিয়েছে মোহামেডান। সোমবার কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডান ৩-২ গোলে আকাশী-হলুদদের হারিয়ে চলতি লিগে প্রথম জয়ের মুখ দেখেছে।
প্রথমার্ধে মোহামেডান ২-০ ব্যবধানে এগিয়েছিল। তাদের হয়ে গোল করেছেন ঘানার এমানুয়েল কেকে, স্যামুয়েল বোয়েটেং ও রহিম উদ্দিন। আবাহনীর গোলদাতা পাপন সিং ও শেখ মোরসালিন।
মন্তব্য করুন









