বগুড়ার দুপচাঁচিয়ায় ঋণের চাপে গৃহবধূর আত্মহত্যা
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলার তালোড়া খানপুর গ্রামে ঋণের চাপ সহ্য করতে না পেরে গতকাল রোববার বিকেলে নীলিমা গোস্বামী (৩৬) নামে এক গৃহবধূ বিষাক্ত গ্যাসট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছে।
জানা গেছে, উপজেলা তালোড়া খানপুর গ্রামের দুবাই প্রবাসী কাজল গোস্বামীর স্ত্রী নীলিমা গোস্বামী ঘটনার দিন রোববার বিকেল সাড়ে ৩টায় নিজ বাড়িতে গ্যাসট্যাবলেট সেবন করে ছটফট করতে থাকে। এক পর্যায়ে বাড়ির লোকজনকে জানায়, সে বিষাক্ত গ্যাসট্যাবলেট সেবন করেছে। বাড়ির লোকজন দ্রুত তাকে দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সেখানে তার অবস্থার অবনতি হলে তাৎক্ষণিক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টায় সে মারা যায়। পারিবারিক সূত্রে জানা গেছে, ঋণের চাপ সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করেছে।
থানা অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, এ সংক্রান্তে তার মেয়ে পল্লবী গোস্বামী বাদি হয়ে অস্বাভাবিক মৃত্যু মামলা করেছে।
মন্তব্য করুন


_medium_1763996690.jpg)




