সিরাজগঞ্জের কাজিপুরে সড়ক দুর্ঘটনায় যুবকের পা বিচ্ছিন্ন
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় মেহেদী(২১) নামে এক যুবকের এক পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার মহিষামুড়া গ্রামের মৃত সাগর আলীর ছেলে। আজ সোমবার (২৪ নভেম্বর) দুপুরে কাজিপুর-সিরাজগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দুবলাই নামক এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আরও আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী একই গ্রামের বাদশা মিয়ার ছেলে এনামুল হক(৩১)। বর্তমানে দু’জনেই হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও কাজিপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, মেহেদী ও এনামুল কাজিপুরের সিমান্তবাজার থেকে মেঘাইয়ের উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। পথে দুবলাই নামক স্থানে মেঘাই থেকে ছেড়ে যাওয়া এসআই পরিবহনের একটি বাসের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মেহেদীর পা ও মোটরসাইকেলের একটি চাকা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়। দুর্ঘটনার পর বাসটি দ্রুত চলে যায়।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম জানান, খবর পেয়েই সেখানে পুলিশ ফোর্স পাঠানো হয়। বাসটিকে আটক করা সম্ভব হয়নি। তবে আমরা তথ্য নিয়ে আটকের চেষ্টা করছি।
মন্তব্য করুন







