ভিডিও সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২৪ নভেম্বর, ২০২৫, ০৮:৩৯ রাত

পাবিপ্রবি’র ৯টি বিভাগে নেই অধ্যাপক

পাবিপ্রবি’র ৯টি বিভাগে নেই অধ্যাপক

পাবনা প্রতিনিধি : শিক্ষক সংকটে ভুগছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)। ১৮ বছরে পা দিলেও এখনও শিক্ষক সংকট না কাটায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। তথ্য বলছে, বিশ্ববিদ্যালয়ের মোট ২১টি বিভাগের মধ্যে ৯টিতে কোনো অধ্যাপক নেই। ফলে শিক্ষার্থীরা অভিজ্ঞ শিক্ষকের পাঠদান ও গবেষণা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, পাবিপ্রবিতে মোট শিক্ষক আছেন ১৯৮ জন। এর মধ্যে অধ্যাপক ২৫ জন, সহযোগী অধ্যাপক ৩৫ জন, সহকারী অধ্যাপক ৭৮ জন ও প্রভাষক ৬০ জন। মানবিক অনুষদের লোক প্রশাসন, ইংরেজি ও সমাজকর্ম বিভাগে কোনো অধ্যাপক নেই। ইতিহাস ও অর্থনীতি বিভাগে রয়েছেন মাত্র একজন করে, বাংলা বিভাগে দুইজন।

বিজ্ঞান অনুষদের গণিতে ৩ জন, পদার্থবিজ্ঞানে ২ জন ও পরিসংখ্যানে ১ জন অধ্যাপক থাকলেও রসায়ন ও ফার্মেসি বিভাগ এখনও অধ্যাপক শূন্য। ব্যবসায় অনুষদে ব্যবসায় প্রশাসনে ৭ জন অধ্যাপক থাকলেও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নেই কেউ।

জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ভূগোল ও পরিবেশ বিভাগ এবং প্রকৌশল অনুষদের স্থাপত্য, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগেও নেই কোনো অধ্যাপক। অধ্যাপক সংকটের কারণে শিক্ষার্থীরা গুণগত শিক্ষা, গবেষণা ও পরামর্শের ক্ষেত্রে বাধাগ্রস্ত হচ্ছেন।

ইইই বিভাগের শিক্ষার্থী নাঈম হাসান বলেন, ‘অধ্যাপক কম থাকায় মানসম্মত শিক্ষা ও গবেষণায় সমস্যা হয়।’ সিএসই বিভাগের শিক্ষার্থী শেখ সিফাত বলেন, ‘প্রতি বিভাগে পর্যাপ্ত অধ্যাপক থাকলে গবেষণায় উৎসাহ বাড়ে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল আউয়ালের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম বলেন, অধ্যাপক পদের জন্য বিজ্ঞপ্তি দিলেও আবেদন খুবই কম আসে। যে বিভাগগুলোতে শূন্যতা আছে, সেগুলোর শিক্ষকরা যোগ্যতা পূরণ করলে পর্যায়ক্রমে অধ্যাপক হন। ভবিষ্যতে বাকি বিভাগেও অধ্যাপক থাকবে আশা করি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবিপ্রবি’র ৯টি বিভাগে নেই অধ্যাপক

ডাকসু নির্বাচনের দুই মাস : প্রতিনিধিরা কী পারছেন শিক্ষার্থীদের স্বপ্নপূরণ করতে? | Daily Karatoa

প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের ব্যবস্থা চালু

ব্রাহ্মণবাড়িয়ায় পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা তরুণীসহ আটক ২

চীনে এইউপিএফ ২০২৫ ও জিডিইউএফএসের ৬০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে ফোরামের সভাপতিত্ব করলেন ডিআইইউ চেয়ারম্যান ড. মোঃ সবুর খান

শহীদ জিয়া ছিলেন নারীর ক্ষমতায়নের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক : বগুড়ার নন্দীগ্রামে সেলিমা রহমান