বগুড়ায় আন্তঃকলেজ ফুটবলে সরকারি বগুড়া কলেজ চ্যাম্পিয়ন, দফায় দফায় সংঘর্ষ
তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে বগুড়ায় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে সরকারি বগুড়া কলেজ টাইব্রেকারে (৪-২) গোলে সরকারি আজিজুল হক কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
বগুড়া জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে আজ সোমবার (২৪ নভেম্বর) বিকেলে শহীদ চাঁন্দু স্টেডিয়ামসংলগ্ন ফুটবল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা নির্ধারিত সময়ের ১-১ গোলে ড্র ছিল। পরে টাইব্রেকারে সরকারি বগুড়া কলেজ টাইব্রেকারে (৪-২) গোলে সরকারি আজিজুল হক কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলায় প্লেয়ার অব দ্য ফাইনাল এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন সরকারি বগুড়া কলেজের গোলরক্ষক সিফাত।
খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বগুড়ার নবাগত জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বগুড়ার পুলিশ সুপার মো. জেদান আল মুসা। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিএম ইমরুল কায়েসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের সদস্য সচিব সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, বগুড়া জেলা অফিসার আকরম হোসাইন, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু, খালেদ মাহমুদ রুবেল, মাহফুজুল হক, মমিনুর রশিদ শাইন, শহীদ চাঁন্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল প্রমুখ।
এদিক গতকাল ফাইনাল খেলা চলাকালে উভয় দলের খেলোয়াড়েরা দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বারবার খেলা বন্ধ হয়ে যায়। শেষ মুহূর্তে খেলা বন্ধ হয়ে গেলে আয়োজকরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত করে খেলার বাকি অংশ সম্পন্ন করে।
মন্তব্য করুন



_medium_1763991383.jpg)




