ভিডিও সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২৪ নভেম্বর, ২০২৫, ০৭:৩০ বিকাল

দিনাজপুরে পলাতক আসামি গ্রেফতার

দিনাজপুরে পলাতক আসামি গ্রেফতার। প্রতীকী ছবি

দিনাজপুর জেলা প্রতিনিধি : দিনাজপুর বীরগঞ্জ উপজেলায় অপহরণপূর্বক ধর্ষণ মামলার একজন পলাতক আসামিকে র‌্যাব সদস্যদের অভিযানে গ্রেফতার করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় দিনাজপুর র‌্যাব-১৩ ক্যাম্পের জনসংযোগ বিভাগের সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, দিনাজপুর র‌্যাব-১৩ এবং র‌্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহের একটি যৌথ অভিযানিক দল ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার অষ্টধার এলাকায় গতকাল রোববার ভোরে অভিযান পরিচালনা করে ওই পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামি মো. মহিদুল ইসলাম (২৪) বিয়ের প্রলোভন দিয়ে ভিকটিমের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। ভিকটিমকে ফুসলিয়ে নিজ বাড়িতে নিয়ে বিয়ে বহির্ভূতভাবে দীর্ঘদিন সংসার করে এবং ভিকটিমের ওপর শারীরিক নির্যাতন চালায়। পরে ভিকটিম নিজে বাদি হয়ে গত ১৩ ফেব্রুয়ারি বীরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

ঘটনার পর থেকে আসামি মুহিদুল ইসলাম গ্রেফতার এড়াতে কৌশলে আত্মগোপনে ছিল। তাকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব গোয়েন্দা তৎপরতা জোরদার করে। সর্বশেষ ডিজিটাল পদ্ধতি অনুসরণে তাকে গতকাল রোববার ভোরে ময়মনসিংহ কোতোয়ালী থানার অষ্টধার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
র‌্যাব সূত্রটি জানায়, গ্রেফতারকৃত আসামি ও ভিকটিমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য গতকাল রোববার সন্ধ্যায় জেলার বীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

গতকাল রোববার সন্ধায় জেলার বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পরিদর্শক মো. আব্দুল গফুর জানায়, গ্রেফতারকৃত আসামি মো. মুহিদুল ইসলামকে আজ সোমবার দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলে গেলেন কিংবদন্তি জার্মান অভিনেতা উডো কির

দিনাজপুরে পলাতক আসামি গ্রেফতার

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতের লাশ উত্তোলন

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

নিজের কবর নিজে খুঁড়েছি: শেফালি শাহ

পাবনার সুজানগরে অবাধে চিনি মিশ্রিত ভেজাল খেজুরের পাটালী বিক্রি