ভিডিও সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২৪ নভেম্বর, ২০২৫, ০৬:১৯ বিকাল

নাটোরের সিংড়ার চলনবিলে বন্যার পানি নৌকায় নিয়ে ধান কাটছে কৃষক

নাটোরের সিংড়ার চলনবিলে বন্যার পানি নৌকায় নিয়ে ধান কাটছে কৃষক

সিংড়া (নাটোর) প্রতিনিধি: চলছে হেমন্তের অগ্রহায়ণ মাস। অথচ বন্যার পানি নামেনি চলনবিলের কৃষি জমি থেকে। তাই বাধ্য হয়েই নৌকা নিয়েই আমন ধান কাটছেন চলনবিলের কৃষক। এতে শ্রমিক খরচ পড়ছে দ্বিগুণ। একবেলা ধান কেটে শ্রমিকদের দিতে হচ্ছে ৫শ’ থেকে ৭শ’ টাকা। প্রতি বিঘায় ফলন ৫ থেকে ৬ মণ হলেও খরচ বাদে কৃষকদের ঘরে উঠছে মাত্র ১মণ থেকে ২মণ ধান।

নাটোরের সিংড়া উপজেলার চলনবিলের ডাহিয়া ও ইটালী ইউনিয়নের কয়েকটি মাঠে সরেজমিনে গিয়ে দেখা যায়, হাঁটু পানিতে নেমে শ্রমিকরা চরম কষ্টে ধান কাটছেন। নৌকা বোঝাই করে কাটা ধান নিয়ে আসছেন কৃষকের খোলায়। সেখান থেকে মাড়াই করে তুলছেন ঘরে।

উপজেলার ইটালী ইউনিয়নের পশ্চিম মাগুড়া গ্রামের কৃষক রফিকুল ইসলাম ভুট্রু জানান, তিন ভাই মিলে ৭০ বিঘা বোনা আমন ধান চাষ করেছি। বেশিরভাগ জমিতে নৌকা নিয়ে ধান কাটতে হচ্ছে। এদিকে, পানিতে ধান কাটতে চাচ্ছেননা অনেক শ্রমিক। সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করে ৫শ’ থেকে ৭শ’ টাকা দিতে হচ্ছে তাদের।

উপজেলার ডাহিয়া ইউনিয়নের কাউয়াটিকরী গ্রামের কৃষক ফরিদ প্রামাণিক বলেন, বোনা আমন ধান তুলে প্রতি বছর সরিষার চাষ করি। এ বছর জমিতে পানি আছে। সরিষার চাষ করতে পারবো কিনা দুশ্চিন্তায় আছি।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ খন্দকার ফরিদ জানান, চলতি বছরে ৫ হাজার ৫শ’ হেক্টর জমিতে বোনা আমন ও ২৩ হাজার ৬শ’ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষ হয়েছে।

দ্বিতীয় ধাপের অসময়ের বন্যায় কিছু এলাকায় বোনা আমন ধানের ক্ষতি হয়েছে। আমরা কৃষি প্রণোদনা ও পরামর্শ দিয়ে সব সময় কৃষকদের পাশে থেকে সহযোগিতা করছি। চলনবিলের পানি নেমে যাচ্ছে। আশা করছি  সরিষা ও বোরো ধান চাষ করে ক্ষতি পুষিয়ে লাভবান হবেন কৃষক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের সিংড়ার চলনবিলে বন্যার পানি নৌকায় নিয়ে ধান কাটছে কৃষক

নির্বাচন নিয়ে সংশয় তৈরি হচ্ছে : গয়েশ্বর

ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ২০

ধর্মেন্দ্রর মৃত্যুতে মমতা ব্যানার্জির শোক প্রকাশ

রাজধানীতে ঝুঁকিপূর্ণ ৩০০ ভবন চিহ্নিত : রাজউক চেয়ারম্যান

পাবনার ফরিদপুরে আগুনে সাতটি দোকানে কোটি টাকার ক্ষয়ক্ষতি