ভিডিও সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২৪ নভেম্বর, ২০২৫, ০৫:১০ বিকাল

বরিশালে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আসাদুজ্জামান আলম। 

হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে বরিশাল র‌্যাব-৮ এর সদস্যরা। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. আসাদুজ্জামান আলম। 
 
তিনি বরিশাল জেলার পিরোজপুরের মাথা বেড়া এলাকার মৃত মফিজুর রহমান শেখের ছেলে। রোববার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে র‌্যাব-৩ এর সহযোগিতায় পুরানা পল্টন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
 
বরিশাল র‌্যাব ৮ এর দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বরিশাল র‌্যাব ৮ এর সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান জানান, দীর্ঘদিন ধরে পলাতক থাকা আসামিকে আইনের আওতায় আনতে র‌্যাবের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। 
 
র‌্যাব-৮ গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৩ নভেম্বর)  রাত সাড়ে ৮টার দিকে র‌্যাব-৩ এর সহযোগিতায় পল্টন থানাধীন পুরানা পল্টন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। 
 
অভিযানে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আসাদুজ্জামান আলমকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মহানগরের হাতিরঝিল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব। 
 
এ বিষয়ে পিরোজপুর থানার উপ-পরিদর্শক আনিচুর রহমান জানান, আসামি মো. আসাদুজ্জামান আলমের বিরুদ্ধে পিরোজপুরসহ বিভিন্ন জেলায় ৪টি মামলা রয়েছে। 
 
এর মধ্যে ২০১০ ঝিনাইদাহে একটি হত্যা মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। এছাড়া পিরোজপুরে আরো একটি হত্যা মামলা চলমান রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে আরও দুটি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসাদুজ্জামান আলমকে পিরোজপুর আদালতে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

মুন্সিগঞ্জে জনতার হাতে ডাকাত আটক

আগামী জুলাই থেকে সব প্রতিষ্ঠানে ক্যাশলেস লেনদেন হবে

ডেঙ্গু : আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭০৫

ছিনতাইকারী সন্দেহে পিটুনি, যুবক নিহত

নারায়ণগঞ্জে ২ দিন ধরে ঝুলছিল নারীর মরদেহ