ভিডিও সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২৪ নভেম্বর, ২০২৫, ০২:৪৫ দুপুর

বগুড়ার আদমদীঘিতে নিখোঁজের তিনদিন পর বৃদ্ধের লাশ উদ্ধার

বগুড়ার আদমদীঘিতে নিখোঁজের তিনদিন পর বৃদ্ধের লাশ উদ্ধার, ছবি: দৈনিক করতোয়া।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে নিখোঁজের তিনদিন পর সেকেন্দার আলী (৭৩) নামের এক বৃদ্ধের লাশ ডোবার হাঁটু পানি থেকে উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (২৪ নভেম্বর) দুপুরে আদমদীঘি থানা পুলিশ বশিকোড়া আকন্দপাড়া বাড়ির পাশে ডোবার পানি থেকে তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। মৃত সেকেন্দার আলী উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের বশিকোড়া আকন্দপাড়ার মৃত বয়তুল্ল্যা ওরফে বানুর ছেলে। তার ডোবার পানিতে পড়ে মারা যাওয়াটি রহস্যজনক মনে করছেন স্থানীয়রা। 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার বশিকোড়ার আকন্দপাড়ার বৃদ্ধ সেকেন্দার আলী একজন মানসিক রোগী ছিলেন। গত শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন। এরপর থেকে বিভিন্ন স্থানে সন্ধান করেও তাকে পাওয়া যায়নি। আজ সোমবার সকালে গ্রামের কয়েকজন মহিলা বাড়ির পাশে একটি ডোবার হাঁটু পানিতে সেকেন্দার আলীর ভাসমান লাশ দেখতে পেলে জানাজানি হয়। পরে আদমদীঘি থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াইর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করে। 

মৃত ব্যক্তির আত্মীয় মহসিন আলী জানান, সেকেন্দার আলী মানসিক রোগী ছিলেন। ঘুরতে বেড়িয়ে গিয়ে ওই ডোবার পানিতে পড়ে মারা যান।  ঘটনা তদন্তকারী আদমদীঘি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বৃদ্ধের মৃত্যুটি রহস্যজনক হওয়ায় লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর ডায়েরি করা হয়েছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘিতে নিখোঁজের তিনদিন পর বৃদ্ধের লাশ উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাষ্ট্রের মানসিকতা পরিবর্তন না হলে সাংবাদিক হয়রানি বন্ধ হবে না : অ্যাটর্নি জেনারেল

পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে হামলায় নিহত ৬

বগুড়ার যে গ্রামে তৈরি হচ্ছে তাঁতের গামছা, কম্বল, শাল | Tat Shilpo | Bogura | Weaving Village

৪৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া