গাইবান্ধা কারাগারে অসুস্থ আওয়ামী লীগ নেতার মৃত্যু
গাইবান্ধা জেলা ও গোবিন্দগঞ্জ প্রতিনিধি : কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত গাইবান্ধার গোবিন্দগঞ্জের আওয়ামী লীগ নেতা তারিক রিফাত মারা গেছেন। তিনি রাজনৈতিক মামলায় গ্রেফতার হয়ে গাইবান্ধা জেলা কারাগারে ছিলেন। গাইবান্ধা জেলা কারাগার সূত্রে জানা যায়, আজ রোববার (২৩ নভেম্বর) বিকেলে তিনি কারাগারে গুরুতর অসুস্থ হন।
তাকে কারা কর্তৃপক্ষ গাইবান্ধা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি গোবিন্দগঞ্জের রাজাহার ইউনিয়নের সাবেক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ছিলেন। তিনি রাজাহার ইউনিয়নের বাসিন্দা ও বিশিষ্ট সংগঠক ছিলেন।
আজ রোববার (২৩ নভেম্বর) এ রিপোর্ট লেখা পর্যন্ত তার মরদেহ ময়নাতদন্তের জন্য প্রক্রিয়াধীন ছিল। ময়নাতদন্ত শেষে মরদেহ আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করার কথা জানান হয়।
মন্তব্য করুন







