ভিডিও সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২৪ নভেম্বর, ২০২৫, ০৪:৩১ দুপুর

নারায়ণগঞ্জে ২ দিন ধরে ঝুলছিল নারীর মরদেহ

নারায়ণগঞ্জে ২ দিন ধরে ঝুলছিল নারীর মরদেহ

নারায়ণগঞ্জের ফতুল্লায় আকতারা বেগম (৩৭) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুই দিন ধরে তার কক্ষের দরজা বন্ধ থাকায় ও কোনো সাড়া-শব্দ না পাওয়ায় সন্দেহ হলে পাশের কক্ষের ভাড়াটিয়ারা বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

সোমবার (২৪ নভেম্বর) দুপুরে এনায়েতনগর এলাকার জোড়া পাকারপুলে দ্বিতীয় তলার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ফতুল্লা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, আকতারা বেগমের গ্রামের বাড়ি রাজশাহীর গোদাগাড়ীতে। তিনি এনায়েতনগরের সোহেল মিয়ার বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন। ঘরের সিলিং ফ্যানে ওড়না বেঁধে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রথমে ঘটনাটি টের পান পাশের কক্ষের ভাড়াটিয়ারা।

ভাড়াটিয়ারা জানান, গত দুই দিন ধরে আকতারা বেগমকে ঘর থেকে বের হতে দেখা যায়নি। ভেতর থেকেও কোনো শব্দ পাওয়া যাচ্ছিল না। এতে উদ্বিগ্ন হয়ে তারা বাড়ির মালিক সোহেল মিয়াকে খবর দেন। সোহেল মিয়া দরজা-জানালা ভেতর থেকে আটকানো দেখে বিষয়টি থানায় থানায় জানান।

খবর পেয়ে এসআই রায়হান নুর ও তার দল ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করেন। পরে আকতারা বেগমের ঝুলন্ত মরদেহ নামিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ফতুল্লা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ‘মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে ২ দিন ধরে ঝুলছিল নারীর মরদেহ

ব্রুনাইয়ের জালে ৮ গোল বাংলাদেশের

'প্রতিটা স্কুলে মেয়েদের জন্য বাধ্যতামূলক টয়লেট থাকতে হবে'

৯৭ শতাংশ নারী যে ধরনের সম্পর্ক পছন্দ করেন

ইউক্রেন শান্তি আলোচনায় বড় অগ্রগতি

সাংবাদিকতায় ফিরতে চান হাসান মাসুদ