ভিডিও সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২৪ নভেম্বর, ২০২৫, ০১:১৪ দুপুর

খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন হয়েছে : ডা. এফএম সিদ্দিকী

খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন হয়েছে : ডা. এফএম সিদ্দিকী, ছবি: সংগৃহীত।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বুকে ইনফেকশন, হার্ট এবং ফুসফুস আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন তার মেডিক্যাল বোর্ড সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। গতকাল রোববার (২৩ নভেম্বর) রাতে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী বলেন, হাসপাতালে আনার পর তার কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। এই মুহূর্তে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। আগামী ১২ ঘণ্টা তার জন্য গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আপনারা জানেন গত কয়েক মাস বিএনপি চেয়ারপার্সন ঘন ঘন রোগে আক্রান্ত হয়েছেন। তিনি একাধিক সমস্যায় ভুগছেন। তাই আবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে। তার দ্রুত চিকিৎসা হচ্ছে। আগামী ২৪ ঘণ্টা পর হয়তো আরও কিছু পরীক্ষা করতে হবে।

বিএনপি;র স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়া ঠিক কতদিন হাসপাতালে ভর্তি থাকবেন, তা এখনই বলা কঠিন। এটি তার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে। এসময় মেডিক্যাল বোর্ডের অন্যান্য সদস্যদের মধ্যে অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাইফুল ইসলাম, ডা. জিয়াউদ্দিন, ডা. জাফর আহমেদ ও ডা. মামুন আহমেদ উপস্থিত ছিলেন। এর আগে রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় গুলশানের বাসভবন থেকে এভারকেয়ারের উদ্দেশে রওনা হন খালেদা জিয়া। পরে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন হয়েছে : ডা. এফএম সিদ্দিকী

রাজধানীর কুর্মিটোলায় প্রাইভেটকারে আগুন

আরেকটি লঘুচাপ সৃষ্টির আভাস

বগুড়ার শেরপুরে আগুন লেগে বাড়িসহ দোকান পুড়ে ছাই

টানা দুই ম্যাচে পয়েন্ট খোয়াল রিয়াল

বগুড়ায় বাড়ি পৌঁছে দিতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত