ভিডিও সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২৪ নভেম্বর, ২০২৫, ১০:৪০ দুপুর

২৮ হত্যা মামলায় ট্রাইব্যুনালে কর্নেল রেদোয়ান ও মেজর রাফাত

২৮ হত্যা মামলায় ট্রাইব্যুনালে কর্নেল রেদোয়ান ও মেজর রাফাত, ছবি: সংগৃহীত।

জুলাই আন্দোলনের সময় রামপুরায় ২৮ জন হত্যা মামলায় লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম ও মেজর মো. রাফাত বিন আলম মুনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সোমবার সকালে কড়া নিরাপত্তায় তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে মানবতাবিরোধী অপরাধের এ মামলার শুনানি হবে।

মামলার অন্য আসামিরা হলেন— ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান।

অভিযোগপত্রে বলা হয়, গত জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলনের সময় রামপুরায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে ২৮ জন নিহত এবং আরও অনেকে আহত হন। সে সময় বিজিবি কর্মকর্তা রেদোয়ানুলকে আন্দোলনকারীদের ওপর সরাসরি গুলি ছুড়তে দেখা যায় এবং অন্য আসামিরাও এই ঘটনায় নেতৃত্ব দিয়েছিলেন। তদন্ত সংস্থার প্রতিবেদন জমা দেওয়ার পর ট্রাইব্যুনালে এই আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হলো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৮ হত্যা মামলায় ট্রাইব্যুনালে কর্নেল রেদোয়ান ও মেজর রাফাত

যৌথ বিবৃতিতে যা যা জানালো ঢাকা-থিম্পু

বগুড়া শহরের কৈপাড়ায় স্ত্রীকে হ-ত্যা করলো স্বামী! | Bogura

বড় ভাই সভাপতি ছোট ভাই সম্পাদক

গাইবান্ধা কারাগারে অসুস্থ আওয়ামী লীগ নেতার মৃত্যু

নওগাঁর নয়া ডিসির ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার দর্শন