ভিডিও রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২৩ নভেম্বর, ২০২৫, ০৮:১২ রাত

ইমাম-খতিবদের সাথে ছিলাম, থাকবো: জামায়াত আমির

রাজধানীর শেরেবাংলা নগরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সম্মিলিত ইমাম-খতিব জাতীয় সম্মেলনে জামায়াত আমির

জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুল ইসলাম মসজিদ ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের কমিটি গঠনে ইমাম-খতিব ও আলেম-ওলামাদের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি ইমাম-খতিবদের সব নৈতিক দাবির প্রতি তাঁর সমর্থনও পুনর্ব্যক্ত করেছেন।

আজ রবিবার (২৩ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সম্মিলিত ইমাম-খতিব জাতীয় সম্মেলনে তিনি এ সব কথা বলেন।

জামায়াত আমির বলেন, নবীজির সমাজকে বাদ দিয়ে মনগড়া সমাজ গড়ে তুললে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আমাদের মসজিদ কমিটিগুলো হবে ইমাম এবং খতিবদের পরামর্শে। তাদের বাদ দিয়ে নয়, তাদের সহযোগিতার জন্য হবে কমিটি।

ইমাম ও আলেম-ওলামাদের নেতৃত্বে সোনালী সমাজ গড়ে তোলার কথা উল্লেখ করে তিনি বলেন, আজও আপনাদের সাথে আছি, আগামীতেও আপনাদের সাথে থাকবো। আপনাদের নেতৃত্বেই গড়ে উঠুক সোনালী সমাজ।

তিনি আরও বলেন, সমাজের ফায়সালা মিম্বর থেকে আসবে। খতিব এবং ইমাম সাহেবেরা মানুষ, তারাও ভুলের ঊর্ধ্বে নন। ভুল হলে তার সমাধান করতে হবে সম্মানজনকভাবে। তাদেরকে তাদের পূর্ণ মর্যাদায় অধিষ্ঠিত করতে হবে। এজন্য ছোট দাবিতে সীমাবদ্ধ না থেকে সমাজের দায়িত্ব নিতে হবে।

তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, নামাজের ইমাম যেদিন সমাজের ইমাম হবেন, সেই দিনই সত্যিকারের মুক্তি মিলবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাকা দিয়ে ভোট কেনার সুযোগ এখন আর নেই : এনসিপি মনোনয়ন প্রত্যাশী | NCP | Daily Karatoa

ইমাম-খতিবদের সাথে ছিলাম, থাকবো: জামায়াত আমির

অধ্যাদেশ দেন, আমরা রাস্তা ছেড়ে দিবো: ঢাকেবির শিক্ষার্থীরা | Daily Karatoa

মিষ্টি মানেই সবসময় ‘বিষ’ নয় : জানুন দিনে কী পরিমাণ চিনি খাওয়া নিরাপদ?

এভারকেয়ার হাসপাতালের পথে খালেদা জিয়া

আমরা দেশের জনগণ না: পুলিশকে বিসিএস পরীক্ষার্থীরা | Daily Karatoa