ভিডিও রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২৩ নভেম্বর, ২০২৫, ০৫:৪৬ বিকাল

নির্বাচনী হলফনামায় দেশি-বিদেশি সম্পদের বিবরণ দিতে হবে: দুদক চেয়ারম্যান

সকালে দুদক সিলেট বিভাগীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে দুদক চেয়ারম্যান

নির্বাচনী হলফনামায় দেশি সম্পদের পাশাপাশি বিদেশি সম্পদের হিসাব বিবরণীও দিতে হবে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।

রোববার (২৩ নভেম্বর) সকালে দুদক সিলেট বিভাগীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, ‘যে দলেরই হোক, সৎ লোককে নির্বাচিত করতে হবে। কে কোন দল করে, সেটা বড় ব্যাপার না, দেখতে হবে লোকটা সৎ কি না? দুদকের মামলার আসামি হতে পারে, এমন লোককে গ্রহণ করলে বিগত সময়ের মতোই পরিণতি হবে।’

দুদক চেয়ারম্যান আরও বলেন, ‘আমরা সম্পদের বিবরণী চাচ্ছি, সেখানে বিদেশি সম্পদের হিসাব না দিলে তা অন্যায় হবে।’ দুদকের কাজ নিয়ে কোনো ধরনের চাপ নেই বলেও জানান চেয়ারম্যান। তবে নানা সীমাবদ্ধতা আছে বলে তিনি স্বীকার করেছেন।

এ সময় দুদক চেয়ারম্যান দুদকের নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরে বলেন, ‘২০০৮ সালে শেখ হাসিনার কৃষি সম্পত্তি ছিল ৫.২১ একর; তবে আমরা অনুসন্ধান করে পাই ২৯ একর। সে সময় দুদক সেটি তদন্ত করে বের করলেও ব্যবস্থা নেওয়া যায়নি।’

তিনি আরও বলেন, ‘দুদক বিচারক না। দুদকের দায়িত্ব মামলার তথ্য-উপাত্ত আদালতে উপস্থাপন করা আর বিচারের দায়িত্ব আদালতের।’ পরে তিনি দুদকের গণশুনানিতে অংশ নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনী হলফনামায় দেশি-বিদেশি সম্পদের বিবরণ দিতে হবে: দুদক চেয়ারম্যান

এনসিপি নেতাদের দুর্নীতির প্রমাণ ফাঁস করব: মুনতাসির

রাষ্ট্রপতির সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

রাজনীতি এনসিপির প্রার্থীরা প্রচারণায় গেলে হুমকি-ধমকি পাচ্ছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী

সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়লো দ্বিগুণ

এনসিপির পেছনে আমি এক কো'টি টা'কা খরচ করেছি: নাসীরুদ্দীনকে মনোনয়ন প্রত্যাশী | Nasiruddin Patwary