ভিডিও রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২৩ নভেম্বর, ২০২৫, ০৬:০১ বিকাল

রাজনীতি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।ছবি: সংগৃহীত

রাজনীতি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘মোগল আমলের কাওরান বাজারে নদী ছিল। পাল তোলা নৌকা ও জাহাজ আসতো। এই নদী আমরা রক্ষা করিনি। তাড়াতাড়ি ভরাট ও জায়গা দখল করা হলো। এখানে কোনও প্লানিং ছাড়াই আমরা বাড়ি বানাবো, ভাড়া দেবো অথবা বিক্রি করে টাকা আয় করবো। গ্রামের জমি বিক্রি করে ঢাকায় এসে ফ্লাট কিনছে। মানুষ অতি দ্রুত বড় লোক হতে চাচ্ছে। সেই বিস্তীর্ণ ধানক্ষেত, সেই নদী, সেই পুকুর আর রাখতে চাচ্ছে না। টাকাকেই ভাবা হচ্ছে দেবতা। এ কারণেই আজ সামান্য প্রাকৃতিক দুর্যোগে আমরা কেপে গেছি। আমি মনে করি যার কাজ তাকে করা উচিত। রাজনীতিবিদদের হাতে রাজনীতি ছেড়ে দেওয়া উচিত। কারণ এখানে অন্য কেউ এসে ওই উপলব্ধিটা বুঝবে না।’

রবিবার (২৩ নভেম্বর) রাজধানীর ভাসানী ভবনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সদ্য প্রয়াত সাইফুল ইসলাম পটু’র আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘ভূমিকম্পের মধ্য দিয়ে আমাদের উপলব্ধি করা প্রয়োজন। তা করতে না পারলে একটি শূন্য গর্তে হারিয়ে যাবো। আসুন আমরা বাসযোগ্য বাংলাদেশ এবং বাসযোগ্য পৃথিবী গড়ে তুলি।’

এ সময় নিজের রাজনৈতিক কর্মকাণ্ডের কথা স্মৃতিচারণ করেন রিজভী। সদ্য প্রয়াত সাইফুল ইসলাম পটুর কথা স্মরণ করে রিজভী বলেন, ‘সাইফুল ইসলাম পটু জীবিত থাকা অবস্থায় আমরা তার মূল্যায়ন করতে পারিনি। এখানে অনেকে আছেন যাদের জীবন কেটেছে আন্দোলন, সংগ্রামে। যারা রাজনীতিতে জীবনউৎস্বর্গ করার মতো ভূমিকা রেখেছেন। তার মতো অনেকের জীবনেই এমন রাজনৈতিক ইতিহাস রয়েছে। তাদের মূল্যায়ন না করলে চেতনা সম্পন্ন অনেক নেতাকে হারাতে হবে।’

বিগত গণতান্ত্রিক আন্দোলনে সাবেক ছাত্রনেতা পটু’র ব্যক্তিগত জীবন ও রাজপথের ভূমিকার কথা স্মরণ করেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সরাফত আলী সপু, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, যুব বিষয়ক সহ-সম্পাদক নেওয়াজ আলী নেওয়াজ ও সাদরেজ জামান প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনীতি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত: রিজভী

জাতীয় সংসদ নির্বাচনে নির্ভয়ে ভোট দিতে চান রংপুরের মানুষ

নাগরপুর-চৌহালী রাস্তা যেন মরণ ফাঁদ

নির্বাচনী হলফনামায় দেশি-বিদেশি সম্পদের বিবরণ দিতে হবে: দুদক চেয়ারম্যান

এনসিপি নেতাদের দুর্নীতির প্রমাণ ফাঁস করব: মুনতাসির

রাষ্ট্রপতির সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ