ভিডিও রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২৩ নভেম্বর, ২০২৫, ০৫:৪৮ বিকাল

নাগরপুর-চৌহালী রাস্তা যেন মরণ ফাঁদ

নাগরপুর-চৌহালী রাস্তা যেন মরণ ফাঁদ

এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর-শাহজানী গয়হাটা চৌহালী ভায়া সড়কের সংস্কার ও উন্নয়ন কাজ শুরু হলেও, দুই ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স কৃষ্ণা স্টুডিও ও এম/এস নাইস ট্রেডার্স নির্ধারিত সময়ে কাজ শেষ না করে সাইট ছেড়ে চলে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে এলাকাবাসী। ঘূর্ণিঝড় আম্পান ও বন্যায় ক্ষতিগ্রস্থ পল্লী সড়ক অবকাঠামো পুনর্বাসন প্রকল্পের আওতায় ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে টাঙ্গাইল নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে এই সড়কের সংস্কারের জন্য দু’টি কার্যাদেশ প্রদান করা হয়।

 অফিস সূত্রে জানা যায়, মেসার্স কৃষ্ণা স্টুডিও সড়কের ৪ হাজার ৫শ’ মিটার থেকে ৮হাজার ৬৮৫ মিটার (৪.১৮৫ কিলোমিটার) অংশের কাজ পায় এবং এম/এস নাইস ট্রেডার্স ০ থেকে ৪ হাজার ৫শ’ মিটার (৪.৫ কিলোমিটার) অংশের কাজ। দুই প্রতিষ্ঠানের মোট চুক্তিমূল্য প্রায় ৯৭ কোটি ৭৫ লাখ টাকা। কাজ শুরু হয় ২ অক্টোবর ২০২৪ এবং শেষ হওয়ার কথা ছিল ৩০ এপ্রিল ২০২৫। কিন্তু মাত্র কয়েকদিন কাজ করার পর তারা সাইট ছেড়ে যায়। এলজিইডির একাধিক আহ্বানের পরও তারা কাজে ফেরেনি।

এদিকে, সড়কটি দীর্ঘদিন বেহাল অবস্থায় থাকার ফলে শুধু যান চলাচলই নয়, এলাকার শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ী ও কৃষকের জীবনযাত্রায় ব্যাপক সমস্যার সৃষ্টি হয়েছে। সড়কটির অবস্থা এভাবে থাকলে, এলাকাবাসীর দুর্ভোগ বাড়তেই থাকবে। তাই সরকার, এলজিইডি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত এবং কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান সাধারণ মানুষ। এছাড়াও, স্থানীয় জনপ্রতিনিধিরা দ্রুত কাজ শেষ করার জন্য সরকারি উচ্চ পর্যায়ে হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।

এলজিইডি প্রকৌশলী মো. তোরাপ আলী জানান, আমরা দুই ঠিকাদারকে একাধিকবার তাগিদ দিয়েছি। তারা কাজে ফেরেনি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে নতুন ঠিকাদার নিয়োগের প্রস্তাব পাঠিয়েছি। আশা করছি দ্রুত কাজ শেষ হবে।

উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান বলেন, এ বিষয়ে অবগত ছিলাম না। তবে এলজিইডির সাথে কথা বলে বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখছি। আশা করছি, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগরপুর-চৌহালী রাস্তা যেন মরণ ফাঁদ

নির্বাচনী হলফনামায় দেশি-বিদেশি সম্পদের বিবরণ দিতে হবে: দুদক চেয়ারম্যান

এনসিপি নেতাদের দুর্নীতির প্রমাণ ফাঁস করব: মুনতাসির

রাষ্ট্রপতির সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

রাজনীতি এনসিপির প্রার্থীরা প্রচারণায় গেলে হুমকি-ধমকি পাচ্ছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী

সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়লো দ্বিগুণ