বগুড়ার ধুনটে বালুবাহী ট্রাকের চাপায় অটোরিকশার চালক নিহত
ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় বালুবাহী চলন্ত দু’টি ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালক শাহীন আলম প্রামিনক (৪৩) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আজ রোববার (২৩ নভেম্বর) সকাল ৮টায় ধুনট-সোনামুখী সড়কের প্রিয়াঙ্গন পার্ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহীন আলম উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি গ্রামের দেলায়ার হোসেন প্রামানিকের ছেলে।
থানা সূত্রে জানা যায়, যমুনা নদী থেকে বালুবোঝাই দু’টি ট্রাক কাজিপুর থেকে শেরপুরের উদ্দেশে রওনা হয়। একই সময় কাজিপুরের সোনামুখী থেকে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা ধুনট শহরের দিকে রওনা দেয়। একই দিক থেকে আসা দু’টি ট্রাক ও একটি অটোরিকশা ধুনট পৌর এলাকার পূর্বভরনশাহী প্রিয়াঙ্গন পার্কের সামনে পৌঁছে। এসময় চলন্ত দু’টি ট্রাকের মাঝখানে যাত্রীবাহী অটোরিকশা চাপায় পড়ে ঘটনাস্থলেই অটোরিকশা চালকের মৃত্যু হয়। স্থানীয়রা ঘটনাস্থল থেকে একটি ট্রাক আটক করলেও অপর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ধুনট থানার এসআই হায়দার আলী বলেন, সংবাদ পেয়ে ঘটনস্থল পরিদর্শনকালে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শাহীন আলমের মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্ত করা হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








