দিনাজপুরের বিরামপুরে শীতকালীন সবজির বিপুল সরবরাহ
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: বিরামপুর উপজেলার হাট বাজারে শীতকালীন সবজির ব্যাপক সরবরাহ শুরু হয়েছে। উপজেলার সবচেয়ে বড় হাট বিরামপুরে আজ শনিবার (২২ নভেম্বর) সবজির বিপুল আমদানিতে বহু সবজির চালান হয়েছে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায়।
স্থানীয় বাজারেও দাম অনেকটা কমে এসেছে। বিরামপুর উপজেলার কৃষি জমিতে ধান ও অন্যান্য ফসলের সাথে ব্যাপক আকারে শাক-সবজির চাষ হয়ে থাকে। স্থানীয় চাহিদা মিটিয়ে উৎপাদিত সবজি চালান হয় রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায়।
এবার উপজেলা কৃষি বিভাগ শীতকালীন সবজি চাষাবাদের জন্য ১হাজার ২৬৫ হেক্টর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এবং ইতিমধ্যে ১ হাজার ৫৫ হেক্টর জমিতে চাষাবাদ সম্পন্ন হয়েছে। আগাম জাতের শীতকালীন শাক-সবজি ইতিমধ্যে বাজার দখল করেছে।
গত কয়েকদিন আগে দাম বেশি থাকলেও আজ শনিবার (২২ নভেম্বর) বিরামপুর হাটে সবজির দাম ক্রেতাদের নাগালের মধ্যে চলে এসেছে। এদিন হাটে ফুলকপি ৫০ টাকা, বাঁধা কপি ২০ টাকা, মুলা ১৫ টাকা, শীম ৮০ টাকা, বেগুন ৫০ টাকা, পটল ৪০ টাকা, কাঁচা মরিচ ৮০ টাকা, টমেটো ৮০ টাকা কেজি দরে এবং লাউ ৩০ টাকা পিস হিসাবে বিক্রি হয়েছে।
এছাড়া পুরাতন আলু ১৬-২০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। সবজি দোকানি নিয়ামত আলী জানান, আগের চেয়ে বাজারে বেশি পরিমাণে সবজির আমদানি হচ্ছে। ক্রমাগত আমদানি বাড়লে দাম আরও কমে যেতে পারে।
মন্তব্য করুন









