ভিডিও রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২৩ নভেম্বর, ২০২৫, ০৮:৩৪ রাত

মঙ্গলবার পর্যন্ত দেশের গ্যাস কূপ খনন কার্যক্রম সাময়িক বন্ধ

মঙ্গলবার পর্যন্ত দেশের গ্যাস কূপ খনন কার্যক্রম সাময়িক বন্ধ

ভূমিকম্প ঝুঁকির বিষয়টি বিবেচনা করে দেশের তেল ও গ্যাস কূপগুলোতে খনন কাজ এবং সাইসমিক সার্ভে কার্যক্রম ৪৮ ঘণ্টার জন্য সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশনা জারি করা হয়েছে। তবে এই সময়ে গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকবে বলে জানানো হয়েছে।

রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এই নির্দেশনা দেন। জ্বালানি মন্ত্রণালয়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পেট্রোবাংলার জনসংযোগ বিভাগের ডিজিএম তরিকুল ইসলাম।

 

তিনি জানান, সারা দেশের বিভিন্ন স্থানে যেসব গ্যাস ক্ষেত্র রয়েছে, সেগুলোর গ্যাসকূপে আগামী মঙ্গলবার পর্যন্ত খনন কাজ ও সাইসমিক সার্ভে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

বাংলাদেশে বর্তমানে ২৯টি গ্যাসক্ষেত্র রয়েছে। রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধানকারী প্রতিষ্ঠান বাপেক্সের একটি সূত্র জানিয়েছে, এই মুহূর্তে তিনটি গ্যাসক্ষেত্রের গ্যাসকূপে খনন কাজ চলমান ছিল। ভূমিকম্পের পর উদ্ভূত পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবেই সেই খনন কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।

জানা গেছে, যেসব গ্যাসকূপের খনন কাজ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেগুলো হলো—কুমিল্লার মুরাদনগর উপজেলায় অবস্থিত শ্রীকাইল গ্যাসফিল্ড, হবিগঞ্জ গ্যাসফিল্ড এবং সিলেট গ্যাসফিল্ডের আওতাধীন কৈলাশটিলা গ্যাসকূপ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার পর্যন্ত দেশের গ্যাস কূপ খনন কার্যক্রম সাময়িক বন্ধ

আসছে টানা তিন দিনের ছুটি

যে কেউ এনসিপির প্রার্থী হতে পারছেন- নাহিদ ইসলাম | Daily Karatoa

দিনাজপুরের হিলিতে দুই ঘণ্টা বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম

দলীয় স্বার্থে ইসলামের ব্যাখ্যা দিলে অস্থিরতা সৃষ্টি হতে পারেঃ তারেক রহমান

টাকা দিয়ে ভোট কেনার সুযোগ এখন আর নেই : এনসিপি মনোনয়ন প্রত্যাশী | NCP | Daily Karatoa