ভিডিও সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২৪ নভেম্বর, ২০২৫, ০৩:৫৩ দুপুর

সাংবাদিকতায় ফিরতে চান হাসান মাসুদ

সাংবাদিকতায় ফিরতে চান হাসান মাসুদ, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : গত মাসে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন হাসান মাসুদ। ইস্কেমিক স্ট্রোক করেছিলেন। এছাড়াও মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছিল তার। চিকিৎসা শেষে চলতি মাসের ১৬ তারিখে হাসপাতাল থেকে ছাড়া পান অভিনেতা। সম্প্রতি অসুস্থতা পরবর্তী নিজের জীবনের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানালেন হাসান মাসুদ। জানিয়েছেন, তিনি তার পুরনো পেশা সাংবাদিকতায় ফিরতে চান। 

সেনাবাহিনীর ক্যাপ্টেন পদ থেকে অবসর নেওয়ার পর সাংবাদিক হিসেবে কাজ করেছেন হাসান মাসুদ। এরপর সাংবাদিকতা ছেড়ে ক্যারিয়ার গড়েন অভিনয়ে। এরপর হঠাৎ করে বিনোদন অঙ্গন থেকে নিজেকে গুটিয়ে নেন। এখন আর পর্দায় তেমন দেখা মেলে না তার। সম্প্রতি বেসরকারি একটি টিভিতে দেওয়া সাক্ষাৎকারে হাসান মাসুদ বলেন, ‘আমি এখন ঘুরি-ফিরি আর খাই। অভিনয় করি না, টুকটাক বিজ্ঞাপনের কাজ করি।’ এরপর বললেন, ‘ছোটবেলায় আমার স্বপ্ন ছিল-একসময় বিবিসিতে কাজ করব। সেই স্বপ্নটা আমার পূর্ণ হয়েছে। ফলে জীবন নিয়ে এখন আমি খুব একটা অভুক্ত থাকি না। সাংবাদিকতা না করলেও সেটা এখনো ধারণ করি। আমি চেষ্টা করছি সামনে আবার সাংবাদিকতায় ফিরে যাব।’

অভিনয় পেশা তাকে বেশি পরিচিত করলেও সাংবাদিকতাকে তিনি বেশি মিস করেন। তার কথায়, ‘হ্যাঁ, অভিনয় আমাকে বেশি পরিচিতি দিয়েছি ঠিকই কিন্তু আমারও তো একটা ব্যাপার আছে। আমার নিজস্ব তো একটা পছন্দের ব্যাপার আছে। তো সেই পছন্দ থেকে আমি সাংবাদিকতাকে বেশি এগিয়ে রাখবো।’ এসময় অসুস্থতা প্রসঙ্গেও কথা বলেন তিনি। অভিনেতা বললেন, ‘এখন আমি তো একটা মাইল্ড স্ট্রোক থেকে নতুন জীবন লাভ করলাম। এই মাসের ১৬ তারিখে আমি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছি। তো এখন আল্লাহ তাআলা আমার জন্য যা রাখছেন তাই করব। তবে আমার ইচ্ছা আছে আমি কোনো একটি গণমাধ্যমে হেড অব নিউজ হিসেবে কাজ করব।’

বলা দরকার, হাসান মাসুদ ১৯৮৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৯২ সালে মাত্র ৭ বছরের মাথায় ক্যাপ্টেন পদ থেকে অবসর নেন। এরপর তিনি ক্রীড়া সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন। ২০০৪ সালের ফেব্রুয়ারি মাস থেকে ২০০৮ পর্যন্ত বিবিসির বাংলা বিভাগে কাজ করেছেন। সাংবাদিকতা ছাড়ার পর মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ব্যাচেলর’ চলচ্চিত্রের মাধ্যমে বিনোদন অঙ্গনে তার পথচলা শুরু হয়। এরপর তিনি ‘মেড ইন বাংলাদেশ’ সিনেমায় অভিনয় করেন। সেই সঙ্গে টেলিভিশন নাটকে কাজ শুরু করেন। হাসান মাসুদের উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে ‘হাউসফুল’, ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘এফডিসি’, ‘বউ’, ‘খুনসুটি’, ‘গ্র্যাজুয়েট’, ‘রঙের দুনিয়া’, ‘আমাদের সংসার’, ‘গণি সাহেবের শেষ কিছুদিন’, ‘বাতাসের ঘর’ ও ‘প্রভাতী সবুজ সংঘ’।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকতায় ফিরতে চান হাসান মাসুদ

চ্যালেঞ্জ হলেও নির্বাচন-গণভোট একদিনে হওয়া উচিত: অর্থ উপদেষ্টা

মঙ্গলবার চালু হচ্ছে ঘরে বসে মেট্রোরেলের কার্ড রিচার্জ 

ঢাকাকে দুইয়ে ঠেলে প্রথম জাকার্তা

জোতার প্রতি শ্রদ্ধা, ক্ষমা চাইল রিয়াল

‘ফার্স্ট লাভ’ দিয়ে অভিষেক হচ্ছে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নীলার