ভিডিও রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২৩ নভেম্বর, ২০২৫, ১০:০২ রাত

অপেক্ষায় রুনা খান

রুনা খান।

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। ছোট পর্দার কাজ কমিয়ে দিয়ে এখন বড় পর্দাতেই বেশি মনোযোগী তিনি। প্রস্তাব অনেক থাকলেও মনের মতো না হলে সেই কাজ করেন না রুনা। এদিকে, এরইমধ্যে তিনটি সিনেমার কাজ শেষ করেছেন এ অভিনেত্রী।

ছবি তিনটি হলো- মাসুদ পথিক পরিচালিত ‘বক’, কৌশিক শংকর দাসের ‘দাফন’ এবং জাহিদ হোসেনের ‘লীলা মন্থন’। জানা গেছে, বেশ কিছুদিন ধরেই এই ছবি তিনটি মুক্তির অপেক্ষায় রয়েছে। বিষয়টি নিয়ে রুনা বলেন, এগুলো কবে মুক্তি পাবে সেটা পরিচালক, প্রযোজকরাই ভালো বলতে পারবেন। যদিও ‘দাফন’ এবং ‘বক’র যাবতীয় কাজ সম্পন্ন হয়েছে বেশ আগেই। তবে, ‘লীলা মন্থন’র শুটিং শেষ হলেও ডাবিং বাকি রয়েছে।

এ ছাড়া, এই শীতে তার নতুন ছবির কাজ শুরু করবেন তিনি। নাম ‘দ্য সিনেমা’। এখানে একজন অভিনেত্রীর ভূমিকায় দেখা যাবে তাকে।

রুনা খান বলেন, পরিচালকের ধারণা মতে এই শীতে অর্থাৎ আগামী কিছুদিনের মধ্যেই ছবিটির শুটিং শুরু হতে পারে। তবে, দেশের পরিস্থিতির ওপর শুটিংয়ের বিষয়টি নির্ভর করছে।

তিনি বলেন, এই ছবিতে মূলত আমাকে একজন অভিনেত্রীর চরিত্রে দেখা যাবে। তবে, তার পর্দার নায়িকা থেকে ব্যক্তি জীবনটাকে বেশি তুলে ধরা হবে। ছবিটির গল্প ভিন্ন হওয়ায় এই ছবির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাসড়কে নিরাপত্তা পেতে আইন মেনে পথ চলুন : হাইওয়ে এসপি, বগুড়া

অপেক্ষায় রুনা খান

আরাফাতের নির্দেশনায় বিজ্ঞাপনে তারা

সেলস ম্যানেজার নিয়োগ দেবে ট্রান্সকম ইলেক্ট্রনিক্স

ডে কেয়ার সুবিধাসহ চাকরি দিচ্ছে ব্র্যাক, থাকছে না বয়সসীমা

ছাত্রদলের শুভ বুদ্ধির উদয় না হলে ছাত্রসমাজ লাল কার্ড দেখিয়ে দেবে : শিবির সেক্রেটারি