ভিডিও সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২৪ নভেম্বর, ২০২৫, ০৮:২২ রাত

চীনে এইউপিএফ ২০২৫ ও জিডিইউএফএসের ৬০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে ফোরামের সভাপতিত্ব করলেন ডিআইইউ চেয়ারম্যান ড. মোঃ সবুর খান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইউ), বাংলাদেশ, আনন্দের সঙ্গে জানাচ্ছে যে, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মোঃ সবুর খান এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ২৩তম এশিয়ান ইউনিভার্সিটি প্রেসিডেন্টস ফোরাম (AUPF ২০২৫)-এ ২০–২২ নভেম্বর যোগ দিয়েছে, যা একই সঙ্গে গুয়াংডং ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজ (GDUFS), চীন-এর ৬০তম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটির মূল প্রতিপাদ্য হচ্ছে “Sixty Years of Glory, A New Chapter Begins”।

২০ নভেম্বর আয়োজিত আনুষ্ঠানিক ডিনারে Shi Youqi, GDUFS-এর পার্টি কমিটির সেক্রেটারি এবং প্রফেসর Yan Xiangbin, GDUFS-এর প্রেসিডেন্ট, ডিআইউ প্রতিনিধি দলকে স্বাগত জানিয়েছেন। AUPF-এর অন্যতম প্রধান সদস্য হিসেবে, ড. সবুর খান “AI-Driven Research on the Collaborative Mechanism of Cross-Border Universities and the Synergetic Mechanism of Institutions” শীর্ষক একটি প্যারালাল ফোরামের সভাপতিত্ব করছেন, যেখানে চীন, ফ্রান্স ও রাশিয়ার উচ্চশিক্ষা নেতারা যোগদান করছেন এবং বিশ্বব্যাপী সহযোগিতা ও উদ্ভাবনী প্রথা নিয়ে আলোচনা করেছেন।

AUPF ২০২৫-এর মূল প্রতিপাদ্য হচ্ছে “Increase Communication, Exchange Information, Share Experience, and Seek Common Development”, যা এশিয়ার শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে অংশীদারিত্ব, জ্ঞান বিনিময় এবং যৌথ উন্নয়নের উদ্যোগকে আরও দৃঢ় করছে।

GDUFS-এর ৬০তম বার্ষিকী উদযাপনও ঐতিহাসিক এক মাইলফলক হিসেবে চিহ্নিত হচ্ছে, যেখানে ২,৪০০-এর বেশি অংশগ্রহণকারী উপস্থিত আছেন। এদের মধ্যে রয়েছে ৩২টি সরকারি সংস্থা, ৩৪টি বিদেশি বিশ্ববিদ্যালয়, ৬২টি দেশীয় বিশ্ববিদ্যালয়, ১৫টি দেশের কনস্যুলেট, ৬০-এর বেশি অংশীদার প্রতিষ্ঠান, সংবাদমাধ্যমের প্রতিনিধি, বিশেষজ্ঞ ও শিক্ষাবিদরা—সকলেই GDUFS-এর অর্জন ও ভবিষ্যতের পরিকল্পনা উদযাপন করছেন।

ডিআইউ-এর সক্রিয় অংশগ্রহণ বাংলাদেশের আন্তর্জাতিক উচ্চশিক্ষা সম্প্রদায়ে ক্রমবর্ধমান অবস্থান তুলে ধরছে এবং বৈশ্বিক সহযোগিতা, একাডেমিক উদ্ভাবন এবং সীমান্ত পারাপারের অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা তরুণীসহ আটক ২

চীনে এইউপিএফ ২০২৫ ও জিডিইউএফএসের ৬০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে ফোরামের সভাপতিত্ব করলেন ডিআইইউ চেয়ারম্যান ড. মোঃ সবুর খান

শহীদ জিয়া ছিলেন নারীর ক্ষমতায়নের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক : বগুড়ার নন্দীগ্রামে সেলিমা রহমান

আসন্ন নির্বাচনে কমনওয়েলথের পূর্ণ সমর্থন চাই : প্রধান উপদেষ্টা

নারী কাবাডি বিশ্বকাপের চ্যাম্পিয়ন ভারত

বগুড়ায় আন্তঃকলেজ ফুটবলে সরকারি বগুড়া কলেজ চ্যাম্পিয়ন, দফায় দফায় সংঘর্ষ