পাবনায় রেজিস্ট্রারদের প্রাণনাশের হুমকি ও হামলার অভিযোগ, ৬ দলিল লেখকের সনদ বাতিল
পাবনা প্রতিনিধি : পাবনা জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রারদের অফিসে হামলা, প্রাণনাশের হুমকি, মামলা প্রত্যাহারের আল্টিমেটাম, চাঁদাবাজি, কর্মকর্তা-কর্মচারীদের লাঞ্চিতসহ নানা অভিযোগে আলোচিত নুরুল আলম শাহীনসহ পাবনা সদর সাব-রেজিস্ট্রার অফিসের তালিকাভুক্ত ৬ জন দলিল লেখকের সনদ বাতিল করা হয়েছে।
আজ সোমবার (২৪ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন জেলা রেজিস্ট্রার দ্বীপক কুমার সরকার। এরআগে গত রোববার দ্বীপক কুমার স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের সনদ বাতিল ও অফিস আঙ্গিনায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়।
অভিযুক্ত দলিল লেখকরা হলেন- পাবনা সদর উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি ইসহাক উল আলম, সাধারণ সম্পাদক নুরুল আলম শাহীন, সদস্য আব্দুস সালাম, মোস্তাফিজুর রহমান মানিক, হাসান মাহমুদ পাপ্পু ও গোলজার হোসেন।
সদর সাব রেজিস্ট্রার অফিসের দলিল লেখকদের সাথে কথা বলে জানা যায়, নুরুল আলম শাহীন আওয়ামী লীগের সময় নিজেকে শ্রমিক লীগ নেতা পরিচয় দিয়ে পাবনা সদর সাব রেজিস্ট্রার অফিসে আধিপত্য গড়ে তোলেন। ৫ আগস্ট পরবর্তীতে তিনি নিজেকে বিএনপিপন্থী পরিচয় দেন। প্রতিদিন সেখানে ৪ থেকে ৫শ' দলিল সম্পাদন হয়। দলিল প্রতি ৩ থেকে ৫ হাজার টাকা অতিরিক্ত আদায় করেন তিনি।
এ বিষয়ে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও ফোন বন্ধ থাকায় নুরুল আলম শাহীনের মন্তব্য পাওয়া যায়নি। তবে পাবনা সদর উপজেলার দলিল লেখক সমিতির সভাপতি ইসহাক উল আলম বলেন, আমরা শুধু চিঠি পেলাম যে আমাদের সনদ বাতিল করা হয়েছে। কিন্তু কেন করা হয়েছে আমরা জানি না। আমাদের এরআগে কোনো নোটিশও দেয়নি। এখন মিথ্যা মামলা দিলে আমাদের কি বলার আছে।
মন্তব্য করুন

_medium_1763996690.jpg)





