ভূমিকম্পের মাত্রা ৬.৯ হলে ঢাকায় কত প্রাণহানি হতে পারে, জানাল রাজউক
রাজধানীতে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হলে ধসে পড়তে পারে প্রায় সাড়ে ৮ লাখ ভবন এমনই ভয়াবহ পূর্বাভাস দিয়েছে রাজউকের এক সাম্প্রতিক গবেষণা। এতে দুই লাখের বেশি মানুষের প্রাণহানি এবং ২৫ বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতির আশঙ্কা করা হয়েছে।
সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ভূমিকম্প–বিষয়ক এক আলোচনা সভায় এসব তথ্য তুলে ধরা হয়। বিশেষজ্ঞরা জানান, রাজধানীর ভবনগুলোর বর্তমান পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
বুয়েটের অধ্যাপক ড. মেহেদী আহমেদ আনসারী বলেন, ভবন নির্মাণে সঠিক তদারকি নেই রাজউকের সক্ষমতাও সীমিত। তাই ভবনের ঝুঁকি মূল্যায়নে বেসরকারি থার্ড পার্টি সংস্থাকে যুক্ত করা ছাড়া বিকল্প নেই। এতে ভবনভিত্তিক সার্ভে করে সহজেই নিরাপত্তা সার্টিফিকেট দেওয়া সম্ভব হবে।
পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, বড় ধরনের দুর্যোগের সম্ভাবনা সামনে এসে গেছে। তাই রাজউক ছাড়াও ফায়ার সার্ভিস, ওয়াসা, ডেসা, গ্যাস–সব সংস্থাকে সমন্বিতভাবে প্রস্তুত করতে হবে। পাশাপাশি প্রতিটি এলাকায় দুর্যোগ মোকাবিলা–সক্ষম ভলান্টিয়ার দল গড়ে তোলার আহ্বান জানান তিনি।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, এখনই প্রস্তুতি না নিলে বড় বিপর্যয় এড়ানো কঠিন হবে।
গত শুক্রবারের ভূমিকম্পে স্পষ্ট হয়েছে ঢাকার বিপর্যয়ের শঙ্কা। ৬-এরও কম মাত্রার সেই ভূকম্পনে দীর্ঘক্ষণ দুলতে থাকে রাজধানীর অনেক ভবন। সারা দেশে প্রাণ হারান অন্তত ১০ জন। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে সব জায়গায়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক






_medium_1764011582.jpg)

