ভিডিও সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২৪ নভেম্বর, ২০২৫, ১১:১৮ রাত

প্রতি বছর দেশে ৫৫ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায় : ডিআইজি মোহাম্মদ শাহজাহান

প্রতি বছর দেশে ৫৫ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায় : ডিআইজি মোহাম্মদ শাহজাহান

নাটোর প্রতিনিধি : রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেছেন, সারাদেশ প্রতিবছর ৫৫ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়। যেখানে বাংলাদেশের যেকোনো সহিংসতার চেয়েও বেশি বলে দাবি করে তিনি বলেন, নাটোরকে সবচেয়ে দুর্ঘটনা প্রবল এলাকা হিসেবে বিবেচিত করা হয়। এখানে দুর্ঘটনা ঘটে সবচেয়ে বেশি। চলতি বছরের জানুয়ারি থেকে ৩ নভেম্বর পর্যন্ত নাটোরে ৯৪টি সড়ক দুর্ঘটনায় ৮২ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন অন্তত ৬৩ জন।

আজ সোমবার (২৪ নভেম্বর) দুপুরে শহরের মাদ্রাসা মোড় এলাকায় ট্রাফিক সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এরআগে সকাল ১০টায় ট্রাফিক আইন মেনে চলি, যানজট ও দুর্ঘটনামুক্ত নাটোর গড়ি- প্রতিপাদ্যে ট্রাফিক সেবা সপ্তাহ উপলক্ষে পায়রা, বেলুন ও ফেস্টুন উড়িয়ে ট্রাফিক সেবা সপ্তাহের উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার) পিএইচডি।

পরে তার নেতৃত্বে বাদ্যযন্ত্র বাজিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। পরে সেখানে দিবসটির প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। এতে জেলা প্রশাসক আসমা শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত ও সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফ আদনানসহ পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি ও শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতি বছর দেশে ৫৫ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায় : ডিআইজি মোহাম্মদ শাহজাহান

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

বগুড়ায় চিকিৎসককে ডেকে নিয়ে আপত্তিকর ভিডিও ধারণ করে চাঁদা দাবি, একজন গ্রেফতার 

বগুড়ার শেরপুরে জামায়াতের মোটরসাইকেল শোডাউন

পাবনায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত

বগুড়ার দুপচাঁচিয়ায় ফাঁস দিয়ে নববধূর আত্মহত্যা