ভিডিও সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২৪ নভেম্বর, ২০২৫, ১০:৫৩ রাত

পাবনায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত

পাবনায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত

পাবনা প্রতিনিধি : পাবনায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দু’জন। আজ সোমবার (২৪ নভেম্বর) বিকেল পৌনে ৫টায় পাবনা-ঢাকা মহাসড়কের সুজানগর উপজেলার চব্বিশ মাইল দুর্গাপুর নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। পাবনার মাধপুর হাইওয়ে থানার ওসি মোস্তাফিজার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- সুজানগর উপজেলার আমিনপুর থানার নান্দিয়ারা গ্রামের জব্দুল শেখ (৩৫) ও তার মেয়ে জুবাইয়া খাতুন (৮)। আহত দু’জন জব্দুলের ছেলে মমিন শেখ (৫) ও ভাতিজা সিয়ামকে (৫) পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাবনার মাধপুর হাইওয়ে থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, ঘটনার সময় পাবনা থেকে পাটবোঝাই একটি ট্রাক কাশীনাথপুরের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছার পর একইদিকে যাওয়া মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে সেটি ট্রাকের নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক জব্দুল শেখ ও তার মেয়ে জুবাইয়া নিহত হয়।

এসময় মোটরসাইকেলে থাকা জব্দুলের ছেলে মমিন ও ভাতিজা সিয়ামকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয়রা। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার ও ট্রাক-মোটরসাইকেল জব্দ করে। দুর্ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত

বগুড়ার দুপচাঁচিয়ায় ফাঁস দিয়ে নববধূর আত্মহত্যা

রাবিতে পাঁচ দোকানে অভিযান ৪৮ হাজার টাকা জরিমানা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দুই মাদকসেবীকে ছয় মাসের কারাদন্ড

তারেক রহমান নির্বাচিত হলে ১৭ বছর স্থবির থাকা উন্নয়ন আবার সচল হবে : ভিপি সাইফুল

নির্বাচনে দায়িত্ব পালনে লটারিতে ৬৪ এসপির দায়িত্ব বণ্টন, শিগগিরই প্রজ্ঞাপন