ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য জেলা পুলিশ সুপার (এসপি) পদায়নে লটারি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমানে দায়িত্ব পালনকারী ৬৪ জেলার এসপিকে ভিন্ন জায়গায় দায়িত্ব পালন করতে হবে। দু- একদিনের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক সূত্র জানায়, ৬৪ জেলার এসপিদের মধ্য থেকে ১৫ জনকে উঠিয়ে নতুন ১৫ জনকে নিয়োগ দেওয়া হবে।
প্রকাশ : ২৪ নভেম্বর, ২০২৫, ১০:১৫ রাত
নির্বাচনে দায়িত্ব পালনে লটারিতে ৬৪ এসপির দায়িত্ব বণ্টন, শিগগিরই প্রজ্ঞাপন
নির্বাচনে দায়িত্ব পালনে লটারিতে ৬৪ এসপির দায়িত্ব বণ্টন, শিগগিরই প্রজ্ঞাপন
এ বিষয়ে গত শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়োগ ও বদলির তদারকিতে গঠিত আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটি এ বৈঠকটি করে। এ কমিটির সভাপতি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
এই কমিটি জেলা পুলিশের এসপি, ডিআইজি ও তার উপরের পদে নিয়োগ, বদলি ও শৃঙ্খলা বিষয়ে পরামর্শ দিয়ে থাকে।
সূত্র জানায়, গত শনিবার বিকাল ৪ টায় সভাটি হয়।
সূত্র মতে, ৬৪ টি জেলাকে এ, বি ও সি ক্যাটাগরীতে ভাগ করা হয়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








