ভিডিও সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২৪ নভেম্বর, ২০২৫, ১০:১৫ রাত

নির্বাচনে দায়িত্ব পালনে লটারিতে ৬৪ এসপির দায়িত্ব বণ্টন, শিগগিরই প্রজ্ঞাপন

নির্বাচনে দায়িত্ব পালনে লটারিতে ৬৪ এসপির দায়িত্ব বণ্টন, শিগগিরই প্রজ্ঞাপন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য জেলা পুলিশ সুপার (এসপি) পদায়নে লটারি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমানে দায়িত্ব পালনকারী ৬৪ জেলার এসপিকে ভিন্ন জায়গায় দায়িত্ব পালন করতে হবে। দু- একদিনের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক সূত্র জানায়, ৬৪ জেলার এসপিদের মধ্য থেকে ১৫ জনকে উঠিয়ে নতুন ১৫ জনকে নিয়োগ দেওয়া হবে।

এ ছাড়া বাকি ৪৯ জনকে বর্তমান জেলায় না রেখে অন্য জেলায় দায়িত্ব দেওয়া হবে।
 

এ বিষয়ে গত শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়োগ ও বদলির তদারকিতে গঠিত আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটি এ বৈঠকটি করে। এ কমিটির সভাপতি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

এ ছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন, অন্তবর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি ও পুলিশ মহা-পরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন এ কমিটির সদস্য সচিব। 

 

এই কমিটি জেলা পুলিশের এসপি, ডিআইজি ও তার উপরের পদে নিয়োগ, বদলি ও শৃঙ্খলা বিষয়ে পরামর্শ দিয়ে থাকে।

সূত্র জানায়, গত শনিবার বিকাল ৪ টায় সভাটি হয়।

প্রায় দুই ঘণ্টা ধরে চলা বৈঠকটিতে নির্বাচনকালীন এসপি নিয়োগের বিষয়ে আলোচনা হয়। এ সময় কারা হতে পারেন এসপি তাদের তালিকা ধরে আলোচনা করা হয় বলে জানা গেছে। অবশেষে প্রধান উপদেষ্টার কার্যালয়ে লটারী হয়েছে বলে জানা গেছে। আগে থেকেই বলা হচ্ছিল এবার লাটারীর মাধ্যমে এসপি নিয়োগ দেওয়া হবে।

সূত্র মতে, ৬৪ টি জেলাকে এ, বি ও সি ক্যাটাগরীতে ভাগ করা হয়।

এর মধ্যে এ ক্যাটাগরীতে রয়েছে ২৭ টি, বি ক্যাটাগরিতে ২৮ ও ৯টি জেলাকে সি ক্যাটাগরি করা হয়েছে। বর্তমানে যে ৬৪ জন এসপি দায়িত্বে রয়েছেন তাদের মধ্যে থেকে ১৫ জনকে বাদ দিয়ে নতুন যে ১৫ জন নিয়োগ পাবেন তাদেরকে নিয়ে লটারি করা হয়। লাটারিতেই নির্ধারিত হয় কে কোন জেলার এসপি হবেন। এই এসপিরাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনে দায়িত্ব পালনে লটারিতে ৬৪ এসপির দায়িত্ব বণ্টন, শিগগিরই প্রজ্ঞাপন

ডানার দোলায় প্রাণবন্ত রাবি ক্যাম্পাস আসতে শুরু করেছে অতিথি পাখি

বার্ষিক পরীক্ষা নিলেন ম্যাজিস্ট্রেট উল্লাপাড়ায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

নতুন প্রেমে বাঁধন, শিগগিরই আনবেন প্রকাশ্যে

প্রথমবারের মতো বিএনপির দলীয় সভায় বক্তব্য দিলেন জায়মা রহমান

বগুড়ায় তিন দিনেই চট্টগ্রামকে হারিয়ে দ্বিতীয় স্থানে সিলেট