ভিডিও সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২৪ নভেম্বর, ২০২৫, ১১:০৫ রাত

বগুড়ায় চিকিৎসককে ডেকে নিয়ে আপত্তিকর ভিডিও ধারণ করে চাঁদা দাবি, একজন গ্রেফতার 

বগুড়ায় চিকিৎসককে ডেকে নিয়ে আপত্তিকর ভিডিও ধারণ করে চাঁদা দাবি, একজন গ্রেফতার। প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার : বগুড়ায় আব্দুল জলিল খান নামের এক চিকিৎসককে রোগী দেখার কথা বলে ডেকে নিয়ে শহরের মালতীনগরে জিম্মির পর নারীর সাথে আপত্তিকর ভিডিও ধারণ এবং তা ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৬ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। গত রোববার সন্ধ্যা ৬টার দিকে র‌্যাব-১২ বগুড়ার সদস্যরা শাজাহানপুর থানার বেতগাড়ী বাইপাস এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সালাম ওরফে রকি (৪০) মালতীনগর মিস্ত্রীপাড়া এলাকার মৃত রওশন শাহর ছেলে।

র‌্যাব-১২ বগুড়া সূত্রে জানা গেছে, কৈগাড়ী এলাকার ৭০ বছরের ওই চিকিৎসককে রোগী দেখার কথা বলে গত ৯ নভেম্বর এলিনা বেগম নামে এক নারী ফোন করে মালতীনগর মাটির মসজিদের সামনের ভাড়া বাসায় ডেকে নিয়ে যায়। সেখানে পৌঁছার সাথে সাথে অজ্ঞাতনামা ২/৩ জন দুস্কৃতকারী ওই চিকিৎসককে জিম্মি করে এবং ভয় দেখিয়ে তাকে বিবস্ত্র করে এলিনা বেগমের সাথে আপত্তিকর ভিডিও ধারণ করে।

পরে আপত্তিকর ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে ৬ লাখ টাকা চাঁদা দাবি করে তারা। এরপর তার কাছে থাকা আড়াই হাজার টাকা নিয়ে নেয় এবং বাঁকি টাকা না দেওয়ায় তাকে হত্যার হুমকি দেয়। তারা তার কাছ থেকে ইসলামী ব্যাংক  বগুড়া শাখার চেকে জোরপূর্বক সই করে নিয়ে চলে যায়।

এ ঘটনায় বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হলে র‌্যাব-১২ এর একটি অভিযানিক দল গত রোববার গোপন সংবাদেরভিত্তিতে শাজাহানপুর উপজেলার বেতগাড়ী দ্বিতীয় বাইপাস এলাকা থেকে মামলার ৩নং আসামি রকিকে গ্রেফতার করে। পরে গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় চিকিৎসককে ডেকে নিয়ে আপত্তিকর ভিডিও ধারণ করে চাঁদা দাবি, একজন গ্রেফতার 

বগুড়ার শেরপুরে জামায়াতের মোটরসাইকেল শোডাউন

পাবনায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত

বগুড়ার দুপচাঁচিয়ায় ফাঁস দিয়ে নববধূর আত্মহত্যা

রাবিতে পাঁচ দোকানে অভিযান ৪৮ হাজার টাকা জরিমানা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দুই মাদকসেবীকে ছয় মাসের কারাদন্ড