ভিডিও বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২৬ নভেম্বর, ২০২৫, ০৪:৫৮ দুপুর

লক্ষ্মীপুরে ব্যবসায়ী হত্যার মূল আসামি ঢাকা থেকে গ্রেফতার

লক্ষ্মীপুরে ব্যবসায়ী হত্যার মূল আসামি ঢাকা থেকে গ্রেফতার

লক্ষ্মীপুরের রামগঞ্জে দোকানে ঢুকে আনোয়ার হোসেন নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনার মূল আসামি ইউসুফ আলীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

বুধবার (২৬ নভেম্বর) সকালে শহরের প্রেসক্লাবে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র‌্যাব ১১ কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু।

প্রেস ব্রিফিংয়েয়ে জানানো হয়, বাকি দিকে না চাওয়ায় অভিযুক্ত ইউছুফ ব্যবসায়ী আনোয়ারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে দোকানের ভেতরের দিকে ইউছুফ তাকে ডেকে নিয়ে যায়। সেখানেই ধারালো অস্ত্র দিয়ে বুকে ও পেটে আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয়রা আহত অবস্থায় আনোয়ারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় তার স্ত্রী ফারজানা আক্তার সাথী বাদী হয়ে একজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩-৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন। র‌্যাব ১১ গোপন সংবাদের ভিত্তিতে অবস্থান নিশ্চিত হয়ে ঢাকার নিকুঞ্জ এলাকায় অভিযান চালিয়ে মূল আসামি ইউসুফকে গ্রেফতার করে।

পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য আসমিকে রামগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীপুরে ব্যবসায়ী হত্যার মূল আসামি ঢাকা থেকে গ্রেফতার

ধানক্ষেতে পড়ে ছিল মুখমণ্ডল পুড়িয়ে দেওয়া মরদেহ

৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের পরীক্ষা বর্জনের ঘোষণা 

সোনাহাট স্থলবন্দর দিয়ে ১৪ দিন যাবৎ পাথর আমদানী বন্ধ 

৩০০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টি : থাইল্যান্ডে ভয়াবহ বন্যায় নিহত ৩৩

ডেঙ্গু : ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬১৫