ভিডিও বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২৬ নভেম্বর, ২০২৫, ০৫:২২ বিকাল

আখাউড়া পৌরসভা কার্যালয় থেকে নারীর লাশ উদ্ধার

আখাউড়া পৌরসভা কার্যালয় থেকে নারীর লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার কার্যালয়ের একটি কক্ষ থেকে মর্জিনা বেগম (৪৫) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই নারী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে ধারণা করছে পুলিশ।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মর্জিনা বেগম পৌর এলাকার দেবগ্রাম গ্রামের বাসিন্দা ইসমাইল মিয়ার স্ত্রী। তিনি পৌর এলাকার সড়ক বাজারে ওই ভবনের পাশেই সবজি বিক্রি করতেন।

পুলিশ জানায়, পৌরসভা কার্যালয়ের এক কক্ষের মেঝেতে ওই নারীর লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে গলায় পরনের কাপড় পেঁচানো অবস্থায় লাশ পাওয়া যায়। প্রাথমিকভাবে এটি হত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে এবং কারা ঘটনাটি ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কীভাবে ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে জানার চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আখাউড়া পৌরসভা কার্যালয় থেকে নারীর লাশ উদ্ধার

শহীদ ডা. মিলনের আত্মদানে হারানো গণতন্ত্র পুনরুজ্জীবিত হয় : তারেক রহমান

তারেক রহমানের রাজনৈতিক প্রজ্ঞা ও বিচক্ষণতা

লক্ষ্মীপুরে ব্যবসায়ী হত্যার মূল আসামি ঢাকা থেকে গ্রেফতার

ধানক্ষেতে পড়ে ছিল মুখমণ্ডল পুড়িয়ে দেওয়া মরদেহ

৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের পরীক্ষা বর্জনের ঘোষণা