ভিডিও বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২৬ নভেম্বর, ২০২৫, ০৬:৩৫ বিকাল

বগুড়ার আদমদীঘিতে পাঁচ মাদককারবারির কারাদন্ড, মাদকদ্রব্য ধ্বংস

বগুড়ার আদমদীঘিতে পাঁচ মাদককারবারির কারাদন্ড, মাদকদ্রব্য ধ্বংস। প্রতীকী ছবি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেল মাদকবিরোধি অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে পাঁচ মাদককারবারিকে আটক ও ২শ’ গ্রাম গাঁজা, এক গ্রাম হেরোইন, ১০ পিস ট্যাপেন্টাডল ও পাঁচ পিস এ্যাম্পল জব্দ করেছে। পরে ভ্রাম্যমাণ আদালত পাঁচ মাদক কারবারিকে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা এবং জব্দ করা মাদক ধ্বংস করা হয়।

দন্ডপ্রাপ্তরা হলো-নওগাঁর বদলগাছি উপজেলার বিলাশবাড়ি গ্রামের আহসান হাবিবের ছেলে আল ইবনে মিনহাজ (৩১), একই গ্রামের আফাজ উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৫৫), বাচ্চু মন্ডলের ছেলে মোবারক হোসেন (২৩), নওগাঁ সদরের ধামকুড়ি গ্রামের হামিদুর রহমান ওরফে বাচ্চুর ছেলে আরমান সরদার (৪৫) ও আদমদীঘি উপজেলার কুসুম্বী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে হাবিবুর রহমান (৩২)।

আদমদীঘির সান্তাহার ‘খ’ সাকের্লের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, গত মঙ্গলবার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ও সান্তাহার সাকের্লের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই পাঁচ মাদককারবারিকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড ও ৫০ টাকা করে জরিমানা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘিতে পাঁচ মাদককারবারির কারাদন্ড, মাদকদ্রব্য ধ্বংস

এনা পরিবহনের এনায়েত উল্লাহর বিরুদ্ধে ১০৭ কোটি টাকা পাচারের মামলা

নওগাঁর আত্রাইয়ে জমাজমি সংক্রান্ত বিবাদে যুবক খুন

শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে লেখা চিঠির জবাব এখনও আসেনি: পররাষ্ট্র উপদেষ্টা

গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

মধ্যরাত থেকে একযোগে সব প্রবাসী নিবন্ধন করতে পারবেন