ভিডিও শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২১ নভেম্বর, ২০২৫, ০৩:১৯ দুপুর

ওবামার নির্বাচনে বিদেশি অর্থ নেওয়ায় গায়কের ১৪ বছর কারাদণ্ড

সংগৃহিত,ওবামার নির্বাচনে বিদেশি অর্থ নেওয়ায় গায়কের ১৪ বছর

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন হিপ-হপ ব্যান্ড দ্য ফিউজিসের সদস্য প্রাকাজরেল প্রাস মিশেলকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের এক জেলা আদালত। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ২০১২ সালের পুনর্নির্বাচন প্রচারণায় অবৈধভাবে কোটি কোটি ডলার বিদেশি অর্থ প্রবাহিত করার অপরাধে তাকে এই দণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ওয়াশিংটন ডিসির আদালতে বিচারক কোলিন কোলার-কটেলি রায় ঘোষণা করেন। রায় শোনানোর আগে মিশেল আদালতে কোনো বক্তব্য দিতে অস্বীকৃতি জানান। মামলার শুনানিতে সাবেক অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস ও হলিউড অভিনেতা লিওনার্ডো ডিক্যাপ্রিওসহ একাধিক সাক্ষী জবানবন্দি দেন।

২০২৩ সালের এপ্রিল মাসে ষড়যন্ত্র, বিদেশি সরকারের অনিবন্ধিত এজেন্ট হিসেবে কাজ করা এবং অন্যান্য অপরাধসহ মোট ১০টি অভিযোগে মিশেলকে দোষী সাব্যস্ত করে জুরি বোর্ড। অনুসন্ধানে জানা গেছে পলাতক মালয়েশীয় ধনবুবের লো টেক জো (ঝো লো) মিশেলকে ১২ কোটি ডলারের বেশি অর্থ দিয়েছিলেন। এ অর্থের একটি অংশ তিনি ভুয়া দাতাদের মাধ্যমে ওবামার প্রচারণায় পাঠান।

ঝো লো মালয়েশিয়ার রাষ্ট্রীয় তহবিল ওয়ানএমডিবি কেলেঙ্কারির অন্যতম মূল অভিযুক্ত। ওই ঘটনায় বিলিয়ন ডলার আত্মসাতের ঘটনা বিশ্বের সবচেয়ে বড় আর্থিক প্রতারণার মধ্যে একটি হিসেবে বিবেচিত। এ ঘটনায় মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী নাজিব রাজাকসহ বহু রাজনৈতিক ব্যক্তিত্ব দণ্ডিত হয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওবামার নির্বাচনে বিদেশি অর্থ নেওয়ায় গায়কের ১৪ বছর কারাদণ্ড

ঝুঁকিপূর্ণ ভবনের জন্য কর্মচারীদের নতুন ভবন দখলে মহসিন হলের শিক্ষার্থীরা

ভূমিকম্পে নরসিংদীতে দেওয়াল ধসে বৃদ্ধার মৃত্যু, আহত অন্তত ৪০

ভূমিকম্পে শতাধিক আহত

ঢাকা নিউ মার্কেটের সামনের বহুতল ভবন হেলে পড়া নিয়ে যা বলছেন এলাকাবাসী | Dhaka New Market

কলকাতায়ও ভূমিকম্প অনুভূত