ইরাকের জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শেষ
আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের ৪৬ মিলিয়ন মানুষ নতুন সংসদ নির্বাচনের জন্য ভোট দিয়েছে। নির্বাচনে নিবিড়ভাবে নজর রাখছে ইরান ও যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১১ নভেম্বর) পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার পর এখন চলছে গণনা।
ইরানের নির্বাচন কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবারের নির্বাচনে ১ কোটি ৮ লাখ ৯৮ হাজার ৩২৭ জন নাগরিক ভোট দিয়েছেন। এর আগে রোববার একটি বিশেষ ভোটদানের মাধ্যমে ১০ লাখ ৮৪ হাজার ২৮৯ জন সামরিক ও নিরাপত্তা কর্মীও ভোট দিয়েছেন।
দেশটিতে মোট ২ কোটি ১৪ লাখ ৪ হাজার ২৯১ জন যোগ্য ভোটার রয়েছেন। কমিশনের তথ্য অনুযায়ী, সার্বিক ভোটার উপস্থিতি ৫৫ শতাংশেরও বেশি হয়েছে।
আরও পড়ুনগতকাল স্থানীয় সময় সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয় এবং কোনো বর্ধিত সময় ছাড়াই স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় শেষ হয়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








