তাইওয়ানের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার পরিণাম জানে চীন: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাইওয়ানের বিষয়ে কোনো পদক্ষেপ নেবে না চীন, কারণ এর পরিণাম কী হবে তা জানে বেইজিং। রোববার সিবিএস নিউজকে দেয়া সাক্ষাতকারে ট্রাম্প বলেন, চীনা কর্মকর্তারা তাকে আশ্বস্ত করেছেন, তার মেয়াদকালে চীন তাইওয়ানের কিছুই করবে না। খবর বার্তা সংস্থা আনাদোলুর।
রোববার সিবিএস নিউজকে দেয়া সাক্ষাতকারে ট্রাম্প বলেন, চীন আক্রমণ করলে তিনি মার্কিন বাহিনীকে তাইওয়ানকে রক্ষা করতে বলবেন কিনা, জানতে চাইলে ট্রাম্প সরাসিরি কিছুই বলেন নি। বলেন, ‘এটি ঘটলে আপনি জানতে পারবেন।’
ট্রাম্প জানান, এশিয়া সফরে থাকাকালীন গত বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় শির সঙ্গে তার বৈঠকে তাইওয়ান প্রসঙ্গটি আসেনি। আর তাই এ বিষয়ে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। তিনি (শি জিনপিং) কখনো এটি উত্থাপনও করেননি, কারণ তিনি এটি বোঝেন। তবে, শি কী বোঝেন সে বিষয়ে বলতে অস্বীকৃতি জানান মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘এটি অন্য পক্ষ জানে, কিন্তু আমি এমন কেউ নই যে আপনাকে সবকিছু প্রকাশ্যে বলবো।’
আরও পড়ুনতাইওয়ান এখনো মার্কিন-চীন সম্পর্কের ক্ষেত্রে অন্যতম প্রধান বিরোধপূর্ণ বিষয়। বেইজিং তাইওয়ানকে একটি বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে দেখে, অন্যদিকে তাইপেই ১৯৪৯ সাল থেকে স্বাধীনতার ওপর জোর দিয়ে আসছে।
মন্তব্য করুন



_medium_1762098970.jpg)





