রাজধানীর মগবাজারে চলছে ‘ফিশ প্লেট’ মেরামতের কাজ, যান চলাচলে বিঘ্নতা
মফস্বল ডেস্ক: রাজধানীর মগবাজার রেল ক্রসিংয়ে রেললাইনের ফিশ প্লেট মেরামতের কাজ চলায় সংলগ্ন সড়কে যান চলাচল বিঘ্নিত হচ্ছে।সোমবার (৩ নভেম্বর) সকাল ১১টার দিকে বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, রেললাইনের ফিশ প্লেট মেরামতের কাজ চলমান থাকায় এলাকায় সাময়িক যানজটের সৃষ্টি হয়েছে। নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে, যাতে অপ্রয়োজনীয় ভোগান্তি এড়ানো যায়।
আরও পড়ুনমন্তব্য করুন










