ভিডিও সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২

প্রকাশ : ০২ নভেম্বর, ২০২৫, ১১:৫৫ রাত

কুড়িগ্রামের উলিপুরে ঝড়ে আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি

কুড়িগ্রামের উলিপুরে ঝড়ে আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি। ছবি : দৈনিক করতোয়া

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে ঝড়ো হাওয়ায় আমন ধান ক্ষেতের ব্যাপক ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। সে কারণে আধাপাকা, থোরধানসহ আমন ক্ষেত মাটিতে হেলে পড়েছে। গত বৃহস্পতিবার সকাল থেকে আজ রোববার (২ নভেম্বর) সকাল পর্যন্ত ঝড়ো হাওয়ায় উপজেলার একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নে ব্যাপক আমন ক্ষেতের ফসল মাটিতে হেলে পড়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে ২৪ হাজার ৩৫০ হেক্টর জমিতে চলতি মৌসুমে আমনের চাষ করা হয়েছে। ঝড়ো হাওয়ায় প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে ৮ হেক্টর। বাস্তবে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি।

উলিপুর পৌরসভার রাজারাম ক্ষেত্রী এলাকার কৃষক সুভাষ চন্দ্র জানান, তার ২২ শতাংশ জমির আমন ক্ষেত ঝড়ো হাওয়ায় পানিতে হেলে পড়েছে। হেলে পড়া ধান ক্ষেত নষ্ট হয়ে যাবে। গুনাইগাছ ইউনিয়নের মহিদেব এলাকার ধান চাষী রফিকুল ইসলাম জনান, তিনি ১০ বিঘা জমাতে আমন ধান লাগিয়েছেন ফলন মোটামুটি ভালো হয়েছিল গত তিনদিনের ঝড় হাওয়ায় আধাপাকা ও থোরধানসহ তিন বিঘা জমির ধান পানিতে হেলে পড়েছে।

আরও পড়ুন

এতে ব্যাপক ক্ষতি হবে বলে জানান তিনি। উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ মোশাররফ হোসেন বলেন, ঝড়ো হাওয়ায় আমন ক্ষেতের প্রাথমিক ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে প্রায় ৮ হেক্টর। আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ মাঠ পর্যায়ে কাজ করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের উলিপুরে ঝড়ে আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি

খুলনায় বিএনপি নেতার কার্যালয়ে বোমা হামলা-গুলি, নিহত ১

দিনাজপুরের গো-খাদ্য ধানের খড় যাচ্ছে দেশের বিভিন্ন জায়গায়

গাইবান্ধার পলাশবাড়ীতে আমন গাছে গোড়াপঁচা রোগ বালাইনাশকেও কাজ হচ্ছে না

প্রাকৃতিক দুর্যোগে লালমনিরহাটের কৃষকদের মাথায় হাত

খালেদা জিয়াকে দিনাজপুর সদরে প্রার্থী করার দাবিতে সমাবেশ