বিসিবিতে রুবাবা এলেন এনএসসি’র পরিচালক হয়ে
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদে কর্পোরেট ব্যক্তিত্ব রুবাবা দৌলার অন্তর্ভুক্তি আগেই নিশ্চিত হওয়া গিয়েছিল। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। আজ সোমবার (৩ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে রুবাবাকে পরিচালক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ব্যবসায়ী ইসফাক আহসানের জায়গায় মনোনয়ন দেওয়া হয়েছে রুবাবাকে।
রুবাবা দৌলা বর্তমানে বহুজাতিক প্রতিষ্ঠান ওরাকল বাংলাদেশ–নেপাল–ভুটানের কান্ট্রি ডিরেক্টরের দায়িত্বে আছেন। এর আগে তিনি টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন ও এয়ারটেলের শীর্ষ পর্যায়ে কাজ করেছেন। তিনি ক্রীড়াক্ষেত্রেও সম্পৃক্ত ছিলেন। ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্যও ছিলেন তিনি। এর আগে গ্রামীণফোনের প্রধান যোগাযোগ কর্মকর্তা ও প্রধান বিপণন কর্মকর্তা হিসেবে ১৯৯৮ থেকে ২০০৯ পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি। ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পনসর ছিল গ্রামীণফোন। সে সময়ে রুবাবা পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে বাংলাদেশের ক্রিকেটাঙ্গনেও পরিচিত মুখ ছিলেন। জানা গেছে, বিসিবিতে রুবাবা দৌলা মহিলা উইংয়ের দায়িত্ব নিতে পারেন।
আরও পড়ুনমন্তব্য করুন










