প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলায় নিহত ১৪
আন্তর্জাতিক ডেস্ক : মাদক পরিবহনের অভিযোগে প্রশান্ত মহাসাগরে চারটি নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এই হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। মঙ্গলবার (২৮ অক্টোবর) সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, মাদক পরিবহনের অভিযোগ এনে প্রশান্ত মহাসাগরে অন্তত চারটি নৌযান লক্ষ্য করে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, মেক্সিকোর উদ্ধার ও তল্লাশি কর্মীরা নৌযান থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করেছেন। পিট হেগসেথ বলেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক মাদকবিরোধী অভিযানে নিহতের সংখ্যা বেড়ে ৫৭ জনে দাঁড়িয়েছে।
আরও পড়ুনসামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে তিনি বলেছেন, মার্কিন সামরিক বাহিনীর তিনটি হামলায় মোট ১৪ জন মাদক সংশ্লিষ্ট সন্ত্রাসী নিহত হয়েছেন।
মন্তব্য করুন









