চট্টগ্রামে আজ বাংলাদেশের সিরিজ বাঁচানোর লড়াই
স্পোর্টস ডেস্ক: ভর দুপুরে রোদপোড়া গরমে ওয়েস্ট ইন্ডিজ দলের ছয় ক্রিকেটার অনুশীলনে ব্যস্ত। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে গতকাল ঐচ্ছিক অনুশীলন করে ওয়েস্ট ইন্ডিজ। তবে বাংলাদেশ পুরোটা দিন কাটিয়েছে হোটেলবন্দি হয়ে। তীব্র গরমে চট্টগ্রামের জনজীবন যখন অতিষ্ঠ, তখন বিশ্রাম পাওয়ায় খানিকটা সতেজতা ফিরে পাওয়ার অপেক্ষায় বাংলাদেশ দল। সিরিজ বাঁচাতে মানসিক চাপহীন হয়ে মাঠে নামাটাই যে এখন গুরুত্বপূর্ণ লাল-সবুজের প্রতিনিধিদের জন্য।
চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টির পর তানজিম সাকিব বলেছিলেন, ‘আর ব্যাকফুটে যাওয়ার সুযোগ নেই।’ এই কথাটা মাথায় রেখে আজ বাংলাদেশের জন্য লক্ষ্য সিরিজে টিকে থাকা। এই টার্গেট নিয়েই আজ সন্ধ্যা ৬টায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ।প্রথম টি-টোয়েন্টিতে শুরুর দিকে বল খানিকটা ধীরে ব্যাটে আসছিল। খানিকটা অসুবিধা হচ্ছিল ব্যাটারদের। এমন উইকেটে শেষ তিন ওভারে বাংলাদেশি বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে রান দেড়শর ওপরে নেয় উইন্ডিজ। জবাবে, স্বাগতিক ব্যাটাররা ছিলেন শুধুই যাওয়া-আসার মিছিলে। টপ অর্ডারের একের পর এক ব্যর্থতায় মূলত পাওয়ার প্লেতে চার উইকেট হারিয়ে, ওখানেই অনেকটা ম্যাচ হেরে যায় বাংলাদেশ। এমন পারফরম্যান্সের পর সিরিজ বাঁচানোর লড়াইয়ে একাদশে কয়েকটি পরিবর্তন অবশ্যম্ভাবী। অন্তত শামীম পাটোয়ারী যে একাদশ থেকে বাদ পড়ছেন তা অনেকটাই নিশ্চিত। তার জায়গায় একাদশে সুযোগ পেতে পারেন জাকের আলী। এছাড়া একাদশে বাড়তি স্পিনার যোগ করতে পারে টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে শেখ মাহেদির সুযোগ মিলতে পারে একাদশে। বোলিংয়ে বাড়তি স্পিনার খেলানোর সুযোগ নিলে তাসকিন আহমেদের বাদ পড়ার সম্ভাবনাগুলো।
ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর আভাস দেওয়া ওয়েস্ট ইন্ডিজের একাদশে পরিবর্তন আসার সুযোগ খুবই কম। আকিল হোসেন, জেসন হোল্ডার, খাইরি পিয়েরিরা নিজেদের প্রমাণ করেছেন দারুণভাবে। নিয়েছেন স্পোর্টিং উইকেটের দুর্দান্ত সুবিধা। সেই সুবিধা নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের লক্ষ্যেই আজ মাঠে নামবে তারা।
চট্টগ্রামের উইকেটে রান আছে। যদিও সাম্প্রতিক সময়ে এই উইকেটে আগে ব্যাট করে রান গড়ের ১৪৮ এর মতো। তবে রাতের শিশির বোলারদের জন্য যে বড় সমস্যা তৈরি করে, তা স্পষ্ট। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ম্যাচ জিতলেও শেষের দিকের বোলিংয়ে শিশিরের কারণে তাদের বোলিং মূলত নির্বিষ হয়ে পড়েছিল। হাতে উইকেট জমা থাকলে বাংলাদেশ শেষ তিন ওভারে ৪২ রানের টার্গেটের পেছনে ছুটতে পারত। ওয়েস্ট ইন্ডিজ তাদের শেষ তিন ওভারে এর চেয়ে বেশি রান (৫১) তুলেছিল। তাহলে শিশিরে ভেজা বলের সুবিধায় বাংলাদেশের তো আরো বেশি রান করার কথা।
আরও পড়ুনকিন্তু সমস্যা হলো ৭৭ রানে ৬ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশ যে রাতের শিশির পড়ার আগেই ম্যাচ থেকে ছিটকে পড়ে। সেই ধাক্কা আর শেষ পর্যন্ত সামাল দিতে পারেনি দল। আজ সিরিজ রক্ষার ম্যাচে বাংলাদেশ দলের মিডল অর্ডার ব্যাটারদের আরেকবার পরীক্ষায় বসতে হচ্ছে। সমস্যা হলো এই পরীক্ষায় মিডল অর্ডার সাম্প্রতিক সময়ে পাসমার্কই তুলতে পারছে না!
গতকাল বিকাল পর্যন্ত প্রেস বক্স থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিল উইকেটে পর্যাপ্ত ঘাস আছে। সেই ঘাস ছেঁটে ফেলার কাজ করছিলেন মাঠকর্মীরা। খেলার আগে সেই ঘাস কেটে একদম ছোট করে ফেলা হবে সেটা নিশ্চিত। ঘাস থাকুক কিংবা না থাকুকÑউইকেট যে চিরায়িত স্পোর্টিং উইকেট হবে সেটা স্পষ্ট। শুধু একটা বিষয়ই স্পষ্ট নয়, বাংলাদেশের ব্যাটাররা কি ব্যর্থতা কাটিয়ে উঠতে পারবেন?
মন্তব্য করুন




_medium_1761651422.jpg)




