ভিডিও বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় মোন্থার আঘাতে ১ জনের মৃত্যু

ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় মোন্থার আঘাতে ১ জনের মৃত্যু, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের অন্ধ্রপ্রদেশের উত্তর-পশ্চিম উপকূলবর্তী অঞ্চলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মোন্থা। এর প্রভাবে ভারী বৃষ্টিপাত হচ্ছে। ঝড়ে এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে আরো দুইজন। উপকূলবর্তী এলাকা থেকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে ৭৬ হাজার মানুষ। বাতিল হয়েছে বহু ট্রেন ও ফ্লাইট। খবর এনডিটিভির।

মঙ্গলবার রাত আড়াইটার দিকে মোন্থা আঘাত হানে। তবে যত সময় যাচ্ছে, ততই মোন্থার তীব্রতা কমছে। পরবর্তী ৬ ঘন্টার মধ্যে আরো দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে এখন পর্যন্ত ১২২টি ট্রেন বাতিল করা হয়েছে। বেশির ভাগই বিজয়ওড়া এবং বিশাখাপত্তনম থেকে ছাড়ার কথা ছিল। আরো বহু ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম, বিজয়ওয়াড়া, রাজামুন্দ্রি এবং তেলঙ্গানার শামশাবাদ বিমানবন্দর থেকে প্রায় ৩৫টি ফ্লাইট বাতিল হয়েছে ঝড়বৃষ্টির কারণে।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর দপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় মোন্থার প্রভাবে ভারী বৃষ্টি হচ্ছে অন্ধ্রপ্রদেশে। রাজ্যে প্রায় এক লাখ ৭৬ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে।

আরও পড়ুন

উপকূলবর্তী জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে। ১৯টি জেলায় জারি করা হয়েছে ঝড়বৃষ্টির লাল সতর্কতা । এ ছাড়া তিন জেলায় দুর্যোগের কমলা সতর্কতা এবং চার জেলায় হলুদ সতর্কতা জারি হয়েছে। প্রবল ঝড়বৃষ্টির কারণে ওড়িশায় বৃহস্পতিবার পর্যন্ত স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। ওড়িশার উপকূলবর্তী জেলাগুলিতে শুরু হয়েছে ঝড়বৃষ্টি। সেখানে ১৫টি জেলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

পশ্চিমবঙ্গে ঝড় হবে না। তবে প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে। বুধবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়ার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় মোন্থার আঘাতে ১ জনের মৃত্যু

চট্টগ্রামে আজ বাংলাদেশের সিরিজ বাঁচানোর লড়াই

‘চাঁদনী’খ্যাত নায়িকা শাবনাজের জন্মদিন আজ

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের ৫ম দিনের শুনানি চলছে

রংপুরে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড