যুদ্ধবিরতির মধ্যে গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১৮, মরদেহ হস্তান্তর স্থগিত হামাসের
আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ রাফাহ এলাকায় গুলিবিনিময়ের ঘটনার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নির্দেশে গাজাজুড়ে ব্যাপক হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। এতে অন্তত ১৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ওই গুলিবিনিময়ে একজন ইসরায়েলি সেনা আহত হন।
মঙ্গলবারের এই হামলা ছিল ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর সবচেয়ে বড় সহিংসতা। হামাসের সশস্ত্র শাখা ইজ্জেদিন আল-কাসসাম ব্রিগেড ইসরায়েলকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে জানিয়েছে, তারা এক বন্দির মরদেহ হস্তান্তরের পরিকল্পনা স্থগিত করেছে। এক বিবৃতিতে সংগঠনটি সতর্ক করে বলেছে, ইসরায়েলি আগ্রাসন অব্যাহত থাকলে মরদেহ অনুসন্ধান, খনন ও উদ্ধার কার্যক্রম ব্যাহত হবে, ফলে বাকি ১৩ বন্দির মরদেহ উদ্ধারে বিলম্ব ঘটবে।
আরও পড়ুনএদিকে ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, উভয়পক্ষের হামলার অভিযোগ সত্ত্বেও যুদ্ধবিরতি এখনো বহাল আছে। ছোটখাটো সংঘর্ষ তো ঘটতেই পারে, মঙ্গলবার কংগ্রেস হিলে সাংবাদিকদের বলেন ভ্যান্স। আমরা জানি, হামাস কিংবা গাজার কেউ একজন ইসরায়েলি সেনাকে আক্রমণ করেছে। ইসরায়েল তার জবাব দেবে-এটা স্বাভাবিক। তবে প্রেসিডেন্টের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত শান্তি টিকে থাকবে বলে আমরা বিশ্বাস করি। তবে হামাস জানিয়েছে, রাফাহর ওই হামলার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই।
মন্তব্য করুন









